অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতিমূলক ম্যাচ শেষে আগামী ২৩শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হওয়ার পূর্বে বিরাট ভবিষ্যৎবাণী করলেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার। এদিন তিনি চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট দলের নাম জানিয়েছেন সংবাদ মাধ্যমে। পাশাপাশি তিনি বলেছেন, প্রত্যেকটি দলেরই সুযোগ রয়েছে সেমিফাইনাল খেলার, তবে ফেভারিট দল হিসেবে আমি এই চার দলকে বেছে নিয়েছি।
চলতি বিশ্বকাপে ভারতীয় দলের সম্ভাবনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, অবশ্যই টিম ইন্ডিয়ার ক্ষমতা রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার। ইতিপূর্বেও ভারত পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় টুর্নামেন্ট জিতেছে। সেই দক্ষতা অবশ্যই অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রয়োগ করবে ভারত। আমি একজন ভারতীয় হিসেবে সর্বদা মনে করব টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের মুকুটে যুক্ত হোক। তবে চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি শক্তিশালী দল রয়েছে যারা বিশ্বকাপের জন্য দাবীদারিত্ব পেশ করতে পারে।
এদিন শচীন টেন্ডুলকার এক সাক্ষাৎকারে বলেন, আমি মনে করি চলতি বিশ্বকাপে ভারতের পাশাপাশি পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সেমিফাইনাল খেলতে চলেছে। যদিও দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট সুযোগ রয়েছে সেমিফাইনালে ওঠার। তবে তার জন্য ধারাবাহিকতা দেখাতে হবে উভয় দলের ক্রিকেটারদের। এই মুহূর্তে ভারতীয় দলের ব্যাটিং লাইন-আফ যথেষ্ট শক্তিশালী। আমার বিশ্বাস, বোলিংয়ে পারদর্শিতা দেখাতে পারলে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের নামে যুক্ত হওয়া আশ্চর্যের বিষয় নয়।
আপনাদের জানিয়ে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার পূর্বে গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। যেখানে প্রথমে ব্যাটিং করে ভারত ১৮৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। জবাবে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে ১৮০ রান সংগ্রহ করে। ভারতের হয়ে মোহাম্মদ সামি ২০তম ওভারে বোলিং করতে এসে পরপর ৪ বলে ৪ উইকেট দখল করেন।