নেটদুনিয়ায় ভাইরাল শচীন! কেন জানেন?

উইকেটের বুকে গোড়ালি সমান জল এর ভেতর হঠাৎ বৃষ্টি। এক কথায় ‘খুনে’ কন্ডিশন তবু সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন শচীন টেন্ডুলকার! কিংবদন্তি এই ক্রিকেটার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও শেয়ার করেছেন। ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে ২০১৩ সালের নভেম্বরে অবসর নেন ১০০ সেঞ্চুরির মালিক শচীন। তার ভিডিওটি পুরোনো নাকি নতুন তা পরিষ্কার নয়।

ক্যাপশনের শেষ দিকে লেখা ‘ফ্ল্যাশব্যাকফ্রাইডে’ শচীনের পরনের টি-শার্ট দেখে ধারণা করা হচ্ছে এটি পুরোনো ভিডিও। বুকে লেখা ‘সাহারা’ এই প্রতিষ্ঠানটি ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল ২০০৩ সালের দিকে। ভিডিও পোস্ট করে শচীন লিখেছেন, ‘খেলার জন্য ভালোবাসা এবং প্যাশন সবসময় আপনাকে অনুশীলনের নতুন উপায় খুঁজে দেবে। সর্বোপরি আপনি যা করছেন যেটি ভালোবাসতে সাহায্য করবে। ’

শচীনকে এতো জলে যেভাবে ব্যাটিং করতে দেখা গেছে, সেটি সাধারণত উপমহাদেশের বাইরের উইকেটে মানিয়ে নিতে করা হয়। কয়েকটি ‘অপ্রস্তুত’ বাউন্সে লিটল মাস্টারকে দারুণ ভঙ্গিতে বল ছাড়তে দেখা গেছে। বিপজ্জনক এই কন্ডিশনে শর্টক্রিজ থেকে করা প্রথম পাঁচ বলই ব্যাটে নিয়েছেন শচীন। ষষ্ঠ বলটি ছিল অস্বস্তির বাউন্সার। সেটি ছেড়ে দেন। পরের বলটিও বাউন্সার। এটিও খেলেননি। এরপর হঠাৎ বৃষ্টি নামে। শচীন তবু থামেন না। চালিয়ে যান ‘ভালোবাসা’ আর ওই ‘প্যাশনের’ ব্যাটিং।