Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিজের লেখা স্ক্রিপ্টে হাজির হলেন চুলবুল পাণ্ডে, ট্রেলারেই বাজিমাৎ

Updated :  Wednesday, October 23, 2019 10:06 PM

সালমান খান, যিনি বলিউডে ‘ভাইজান’ নামে পরিচিত। আজ বুধবার, লঞ্চ হল সালমান খানের ‘দাবাং’ এর তৃতীয় অংশ ‘দাবাং ৩’ এর ট্রেলর।

আবারও একবার চুলবুল পান্ডেকে দেখা যাবে সিনেমাঘরে ‘দাবাং ৩’ এর মাধ্যমে। আজ ট্রেলর লঞ্চ হওয়ার পর তিনি বলেন, এই ফিল্মটির রিলিজের অপেক্ষায় থাকবো আমি। এই ফিল্মের জন্য অনেক পরিশ্রম করেছেন তিনি, এমনকি এর আগের ফিল্ম ‘টাইগার জিন্দা হ্যা’ মুভির থেকেও বেশি পরিশ্রম করেছেন ‘দাবাং ৩’ ফিল্মের জন্য।

‘দাবাং ৩’ এর মুখ্য চরিত্রে রয়েছেন সালমান খান এবং সোনাক্ষী সিনহা। এই ফিল্মটির ডাইরেক্টর প্রভুদেবা। ২০০৯ সালের ‘ওয়ান্টেড’ সিনেমার পর এটি প্রভুদেবার সাথে সালমান খানের দ্বিতীয় ফিল্ম।

ফিল্মটির প্রহঙ্গে সালমান খান বলেন, এই ফিল্মটি তিনি (সালমান খান) লিখেছেন। এমনকি এই ফিল্মটির স্ক্রিনপ্লে লিখেছেন সালমান খান, প্রভুদেবা, দিলিপ শুক্লা, অলোক উপাধ্যায়। এই ফিল্মটি হিন্দির সাথে সাথে তামিল, তেলেগু, কন্নড় ভাষায় রিলিজ হবে। বক্সঅফিসে এই ফিল্মটি এক অনন্য রেকর্ড করবে বলে মনা করা হচ্ছে।