Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা বিপর্যয়ে বন্ধ স্টুডিওপাড়ার কাজ, ২৫ হাজার দরিদ্র কর্মীর মুখে অন্ন তুলে দেবেন সলমান খান

Updated :  Monday, March 30, 2020 9:00 AM

কৌশিক পোল্ল্যে: গোটা দেশ জুড়ে করোনা আতঙ্কের জেরে লকডাউন করা হলেও গরীবদের অন্নসংস্থানের কোনো সঠিক সুরাহা হয়নি, ফলে বিপাকে পড়েছেন বহু ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। তাদেরই কথা ভেবেই দেবদূতের ভূমিকায় অবতীর্ন হলেন বলিউডের ভাইজান সলমান খান।

সিনেপাড়ায় বিভিন্ন টেকনিক্যাল ফিল্ড থেকে শুরু করে অন্যান্য বহু শ্রমিক রয়েছেন যাদের প্রতিদিনের পয়সা দিনান্তেই খরচ হয়ে যায়। সেই সমস্ত দিন আনা দিন খাওয়া কর্মীদের কথা মাথায় রেখেই তাদের মুখে অন্ন তুলে দেবার উদ্যোগ নিয়েছেন সলমানের এনজিও সংস্থা ‘বিং হিউম্যান’।

সিনেজগতের সঙ্গে যুক্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, সেই মতোই সিনে ফ্রেডারেশনের তরফে ২৫ হাজার কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্যাদি ইতিমধ্যেই সংগ্রহ করে নিয়েছে সলমানের সংস্থা।

সদ্যই নরেন্দ্র মোদীর স্বাস্থ্য সুরক্ষা তহবিলে ২৫ কোটি টাকা দান করে নজির গড়লেন অক্ষয় কুমার। এবার সেই স্রোতেই গন্তব্যে নামলেন ভাইজান। এমনিতেই দিলদার হিসেবে ইন্ডাস্ট্রিতে তার বেশ সুনাম রয়েছে। গরীবদের পাশে দাঁড়িয়ে এই মহানুভবতা তার রাজসিংহাসনে এক নতুন পালক যুক্ত করল।