Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আইটেম গানের রিহার্সেলের ভিডিও প্রকাশ্যে, দর্শকদের চোখে সামান্থাই সেরা, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, January 12, 2022 2:04 AM

সামান্থা-রুথ-প্রভু দর্শকমহলে একটি পরিচিত মুখ। এতদিন যারা চিনতেন না অ্যামাজন প্রাইমে ‘দ্য ফ্যামিলি ম্যান’ দেখার পর অভিনেত্রীকে চিনে গেছেন সকলেই। পর্দায় তার দুর্দান্ত অভিনয় রীতিমতো দর্শকদের আকর্ষণ করে। সম্প্রতি তিনিই দর্শকদের চোখে সেরা, জানিয়েছে ইউটিউব। গত ১০’ই ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ’এর আইটেম গান। যেখানে প্রথমবার আইটেম গানের সাথে নাচতে দেখা গিয়েছে সামান্থা-রুথ-প্রভুকে। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই মিডিয়াতে চর্চায় উঠে এসেছেন এই দক্ষিণী অভিনেত্রী।

আপাতত সামান্থা-রুথ-প্রভুর এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর মধ্যে থেকে জায়গা করে নিয়েছে সবার প্রথমে। গত ২৬’শে ডিসেম্বর একথা একটি তালিকার মাধ্যমে জানিয়েছে ইউটিউব। ভিডিও স্ট্রিমিং’এর ওয়েবসাইটে বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’এর তালিকা প্রকাশ করে একথা জানানো হয়েছে। দর্শকদের পছন্দের উপর নির্ভর করেই এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ইউটিউব। এর পিছনে অভিনেত্রীর পরিশ্রম কিছু কম ছিলনা। এই আইটেম গানের সাথে নাচার জন্য দিনরাত রিয়ার্সাল করেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর সেই রিয়ার্সালের এক টুকরো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি সামান্থা-রুথ-প্রভু এই আইটেম গানের জন্য দিনরাত পরিশ্রম করার একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী কতটা পরিশ্রম করছেন। এই ভিডিও শেয়ার হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অভিনেত্রীর অনুরাগীরা রীতিমতো প্রশংসায় ভরিয়েছেন তাকে। কেউ কেউ আবার বলেছেন তার এই পরিশ্রমের মূল্য চোকানো যাবেনা। আবার কেউ বলেছেন, এই গানটি গত দশবছর ধরে প্রকাশিত হওয়া সমস্ত আইটেম গানের মধ্যে থেকে সেরা। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ এই গানে অভিনেত্রী নাচার পর থেকেই তিনি চর্চায় রয়েছেন।

গত ১৭’ই ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইস’ ছবিটি মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। ছবির পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ এই গানটিও মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। আর যাতে জনপ্রিয়তা বেড়েছে আরও। উল্লেখ্য, হিন্দিতে এই গানটি লিখেছেন রাকীব আলম। কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। দেবী শ্রী প্রসাদ দেখেছেন সুরের দিকটা। বলাই বাহুল্য, হিন্দিতেও দুর্দান্ত হিট করেছে গানটি। সামান্থা-রুথ-প্রভু প্রথমবারেই কাঁপিয়ে দিয়েছেন। বক্সঅফিসে রীতিমতো রাজ করেছে এই ছবি। এই ছবিতে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনার অভিনয়ও বহুল প্রশংসিত হয়েছে।