চার্জ হবে ঝটপট, 45W সুপার ফাস্ট চার্জারসহ বাজারে এল Samsung-এর 8GB RAM ফোন

স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করতে নতুন পদক্ষেপ নিল স্যামসাং। জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে যুক্ত হল নতুন মডেল Samsung Galaxy A35 5G। এই ফোন বিশেষভাবে তৈরি করা হয়েছে তাঁদের জন্য, যারা স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফর্ম্যান্স ও নির্ভরযোগ্য 5G কানেক্টিভিটি একসঙ্গে চান।
আধুনিক ডিসপ্লে ও ডিজাইন
Galaxy A35 5G-র ডিজাইন একেবারেই আধুনিক। ফোনটির ব্যাক প্যানেল ম্যাট ফিনিশে তৈরি এবং সামনে দেওয়া হয়েছে 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে। ডিসপ্লে ফুল এইচডি+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের উজ্জ্বলতা ও রঙের গুণমান এতটাই ভালো যে ভিডিও স্ট্রিমিং বা গেমিং আরও বাস্তবসম্মত হয়ে ওঠে।
পারফর্ম্যান্স ও সফটওয়্যার
ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1380 প্রসেসর, যা একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহার বা হাই-পারফর্ম্যান্স কাজের জন্য যথেষ্ট শক্তিশালী। এর সঙ্গে রয়েছে Android 14 ভিত্তিক One UI 6। ব্যবহারকারীরা পাচ্ছেন ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ—যা ডেটা সংরক্ষণ এবং স্মুথ পারফর্ম্যান্সের জন্য যথেষ্ট।
ক্যামেরার দুনিয়ায় নতুন অভিজ্ঞতা
স্যামসাং গ্যালাক্সি A35 5G-তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে 50MP প্রাইমারি সেন্সর, যাতে OIS সাপোর্ট থাকায় কম আলোতেও ঝকঝকে ছবি তোলা যায়। এর সঙ্গে আছে 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স। সেলফির জন্য রয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কলিং ও সোশ্যাল মিডিয়ার ছবির জন্য কার্যকরী।
ব্যাটারি ও চার্জিং
ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল ব্যাটারি ব্যাকআপ নিয়ে। Samsung এবার সেই দিকেও নজর দিয়েছে। ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা সহজেই সারাদিনের ব্যবহার টেনে নিয়ে যেতে পারে। এর সঙ্গে দেওয়া হয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে অল্প সময়েই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে।
দাম ও বাজারে অবস্থান
ভারতীয় বাজারে Samsung Galaxy A35 5G-এর দাম রাখা হয়েছে আনুমানিক 28,000 থেকে 30,000। এই প্রাইস রেঞ্জে ফোনটি ব্যবহারকারীদের কাছে একেবারে ব্যালান্সড প্যাকেজ—স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা ও বড় ব্যাটারি—সবই রয়েছে একসঙ্গে।