Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফাঁস হয়ে গেল সব কিছু, প্রকাশ্যে Samsung Galaxy S23 FE-এর ফিচার, উথালপাতাল করবে বাজার

Updated :  Saturday, September 9, 2023 5:44 PM

স্যামসাংয়ের নতুন ফোন Samsung Galaxy S23 FE শিগগিরই বাজারে আসতে চলেছে। এই আসন্ন ফোনটি কয়েক মাস আগে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে দেখা গিয়েছিল। আগস্ট মাসে এই ফোনটি বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে তালিকাভুক্ত হয়েছিল। সম্প্রতি এই ফোনের দামও ফাঁস হয়েছে। ব্যবহারকারীরা ফোনটি লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে ফোনটির কাছে পাওয়া টেনা সার্টিফিকেশন ব্যবহারকারীদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে। এই সার্টিফিকেশনে ফোনটির ডিজাইনের পাশাপাশি এর স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।

টেনা সার্টিফিকেশনের শেয়ার করা ছবি থেকে বলা যায়, ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দিতে যাচ্ছে কোম্পানি। এর ডিজাইন অনেকটা Samsung Galaxy S23 এর মতোই। ফোনটিতে প্রদত্ত ভলিউম এবং পাওয়ার বোতামগুলি ডান প্রান্তে উপস্থিত রয়েছে। ফোনটির সামনে আপনি একটি পাঞ্চ হোল কাট আউট সহ একটি ডিসপ্লে দেখতে পাবেন।

Samsung Galaxy S23 FE

ফোনটিতে ২৩৪০×১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৩ ইঞ্চি ডিসপ্লে দেখা যেতে পারে। এই ডিসপ্লেটি ১২০ হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করবে। টেনা সার্টিফিকেশন অনুযায়ী, এই ফোনে আপনি ৮ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবেন। প্রসেসর হিসেবে এই ফোনের ইউএস ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দিতে চলেছে কোম্পানি। একই সঙ্গে এর গ্লোবাল ভ্যারিয়েন্টে থাকবে এক্সিনোস ২২০০ চিপসেট।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা থাকবে। এর মধ্যে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের মূল লেন্সসহ ১২ মেগাপিক্সেল ক্যামেরা। একই সঙ্গে সেলফি তোলার জন্য ফোনের সামনে ১ মেগাপিক্সেল ক্যামেরা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফোনটির ব্যাটারি হবে ৪৩৭০ এমএএইচ। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড ১৩-এ কাজ করবে। চলতি মাসের শেষের দিকে বা অক্টোবরে এই ডিভাইসটি লঞ্চ হতে পারে।