Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ৭১০০mah এর ব্যাটারি রয়েছে Samsung এর এই নতুন ফ্ল্যাগশিপ ফোনে, টেক্কা দেবে আইফোনকেও

Updated :  Thursday, September 14, 2023 10:59 AM

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। এরমধ্যে প্রিমিয়াম রেঞ্জে বাজিমাত করছে স্যামসং কোম্পানি। আজকাল আইফোনকেও টেক্কা দিতে পারে samsung কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন। এই কোম্পানির Galaxy S24 Ultra নতুন করে সকলের প্রিয় হয়ে উঠছে। এই ফ্ল্যাগশিপ ফোনটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে আইফোনের প্রিমিয়াম ফোনের সাথে। এই ফোনের স্পেসিফিকেশন ও দাম সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

এই Samsung Galaxy S24 Ultra ফোনে ৭.১ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এর রেজোলিউশন আল্ট্রা এইচডি। এই ফোনে শক্তিশালী Qualcomm Snapdragon 898 চিপসেট রয়েছে। ফোনটি আয়ন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। এছাড়া এতে রয়েছে ৭১০০ mah এর বড় ব্যাটারি। এটি ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

Samsung Galaxy S24 Ultra ফোনের ক্যামেরার কথা বললে এতে কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এই প্রাথমিক ক্যামেরা লেন্স ২০০ মেগাপিক্সেলের। এছাড়া এতে ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আছে। আর ১৩ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স ও ৮ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। আর এই ফোনের সেলফি ক্যামেরা খুবই ভালো। এতে আপনি ফ্রন্ট ক্যামেরা হিসাবে ৬৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন। এই স্মার্টফোনের দাম ১.২ লাখ টাকা। আপনি যদি একটি প্রিমিয়াম ফোন কিনতে চান, তাহলে এটি বেস্ট অপশন হবে।