Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মোহনবাগানে যোগ দিলেন সন্দেশ ঝিঙ্গান, বললেন ‘আমি আসছি’

Updated :  Saturday, September 26, 2020 6:30 PM

কলকাতা: চলতি মরশুমে আইএসএল খেলা পাকা হয়ে গিয়েছে মোহনবাগানের। তাই দল সাজাতে ব্যস্ত কর্মকর্তা থেকে কোচ সকলে। আর এবার সবুজ-মেরুনে যোগ দিতে চলেছেন দীর্ঘ ছ’বছর কেরালা ব্লাস্টার্সে খেলা সন্দেশ ঝিঙ্গান। সম্প্রতি সচিন তেন্ডুলকরের দলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে সন্দেশের। আর তারপর থেকেই তিনি পরবর্তী কোন দলে যোগ দেবেন, তা নিয়ে ফুটবল মহলে জল্পনা ছিল তুঙ্গে। আর এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানে যোগ দিলেন তিনি।

সম্প্রতি মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ একটি টুইট করে জানিয়েছিলেন যে, সন্দেশ এটিকে মোহনবাগানে যোগদান করতে চলেছেন। আর এবার তাঁর টুইট কার্যত সত্যি প্রমাণিত হল। আগামী পাঁচ বছরের জন্য এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি করেছেন সন্দেশ। ভারতীয় ফুটবলারদের মধ্যে এই মুহূর্তে তিনিই সবথেকে দামি ফুটবলার। কারণ, রেকর্ড অর্থে আগামী পাঁচ বছরের জন্য টুটু বসুরা সন্দেশ ঝিঙ্গানকে নিজেদের দলে নিয়ে নিয়েছেন।

জানা গিয়েছে, প্রায় আট কোটি টাকা দিয়ে সন্দেশের সঙ্গে চুক্তি হয়েছে মোহনবাগানের। আজ একটি ভিডিও পোস্ট করে অফিশিয়ালি তাঁর সবুজ-মেরুন শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ-মেরুন জার্সি গায়ে সন্দেশ বলছেন ‘জয় মোহনবাগান, আমি আসছি।’ মুহূর্তের মধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সন্দেশের মত ফুটবলারের মোহনবাগানের যোগ দেওয়ায় খুশি সবুজ-মেরুন ভক্তরাও। এখন তিনি তাঁর দুরন্ত পারফরম্যান্স একইভাবে সবুজ-মেরুন জার্সিতে দেখাতে পারেন কিনা, সেটাই দেখার।