Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মেরা বালম ছোটা’ গানে ভাইরাল স্বপ্না চৌধুরী, জানুন কত কোটি টাকার মালকিন? — Sapna Chaudhary Net Worth

Updated :  Sunday, September 7, 2025 1:27 PM
Sapna Choudhary Net Worth

এক সময়ের ছোট মঞ্চের শিল্পী, আজ কোটি টাকার মালিক। হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর সাফল্যের গল্প যেন এক সিনেমার কাহিনি। ৩১০০ টাকার পারিশ্রমিকে যিনি প্রথম স্টেজ শো করেছিলেন, আজ সেই শিল্পীই একেকটি বড় শোতে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন।

ক্যারিয়ারের শুরু ও সংগ্রাম

১৯৯০ সালের ২৫ সেপ্টেম্বর হরিয়ানার রোহতকে জন্ম স্বপ্নার। ছোট থেকেই নাচের প্রতি অগাধ ভালোবাসা ছিল তাঁর। তবে স্বপ্ন ছিল ভিন্ন— পুলিশ ইন্সপেক্টর হওয়ার। কিন্তু বাবার অকালমৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে এসে পড়ে। সংসার চালানোর তাগিদে তিনি নাচকেই বেছে নেন পেশা হিসেবে। প্রথমদিকে ছোট মঞ্চে পারফর্ম করে অল্প টাকাই হাতে আসত। তবুও হাল ছাড়েননি। একের পর এক শোতে তাঁর দেশি স্টাইল জনপ্রিয় হয়ে ওঠে।

জনপ্রিয়তা ও সাফল্য

‘তেরি আঁখ্যা কা ইয়ো কাজল’ গানটি ইউটিউবে প্রকাশের পর যেন রাতারাতি পরিচিতি পেয়ে যান স্বপ্না। তাঁর নাচ দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করেন। শুধু হরিয়ানাই নয়, আশপাশের রাজ্যেও ছড়িয়ে পড়ে তাঁর খ্যাতি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৬.৯ মিলিয়ন।

আয় ও সম্পদ

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে স্বপ্না চৌধুরীর মোট সম্পদ প্রায় ৫০ কোটি টাকা। স্টেজ শো তাঁর আয়ের প্রধান উৎস হলেও মিউজিক ভিডিও, বিজ্ঞাপন এবং অন্যান্য ইভেন্ট থেকেও উল্লেখযোগ্য আয় করেন। ছোট ইভেন্টে তিনি নেন প্রায় ৩ লক্ষ টাকা। আর বড় শোতে তাঁর পারিশ্রমিক পৌঁছে যায় ৩০ লক্ষ টাকায়।

বিলাসবহুল জীবনধারা

শুধু আয়ই নয়, বিলাসিতাতেও পিছিয়ে নেই এই ‘দেশি কুইন’। স্বপ্নার একটি দৃষ্টিনন্দন বাংলো রয়েছে। গাড়ির প্রতি তাঁর ঝোঁকও স্পষ্ট। গ্যারেজে রয়েছে অডি Q7 এবং BMW 7 সিরিজের মতো বিলাসবহুল গাড়ি। তাঁর জীবনযাত্রা কোনও বলিউড তারকার থেকে কম নয় বলেই মনে করেন অনেকে।

অনুপ্রেরণার বার্তা

অভিনয়, নাচ ও পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন স্বপ্না চৌধুরী। একসময় যিনি সংসারের দায়ে পেশা বেছে নিতে বাধ্য হয়েছিলেন, আজ তিনিই হয়ে উঠেছেন কোটি টাকার মালিক। তাঁর গল্প অনেক তরুণীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।