Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির স্বপ্না চৌধুরী, এমন নেচে কোটি কোটি ভক্তদের মন জয় করলেন

Updated :  Sunday, February 12, 2023 11:44 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তবে সম্প্রতি নিজের নতুন মিউজিক ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত স্বপ্না চৌধুরী।

একদিন আগে ‘ওয়ান শো হরিয়ানভি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে স্বপ্না চৌধুরীর এই নতুন মিউজিক ভিডিওটি। বিবেক রাঘবের সাথেই ভিডিওতে দেখা মিলেছে অভিনেত্রীর। আক্কি আরিয়ানের গাওয়া ‘জাঞ্ঝার’এর তালেই এখন স্বপ্নাভক্তরা। উল্লেখ্য, এই গানের কথা দিয়েছেন মোহিত মাঝারিয়া। গুলশান মিউজিকের তরফ থেকেই এর সুর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিও পছন্দ হয়েছে দর্শকদের একাংশের। প্রশংসাতে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকেও, যার ঝলক রয়েছে কমেন্টবক্সেই।

উল্লেখ্য, একদিনের মধ্যেই কয়েক লাখ মানুষের কাছে অভিনেত্রীর এই নতুন মিউজিক ভিডিও পৌঁছে গিয়েছে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার এই নতুন মিউজিক ভিডিওর ঝলক রয়েছে। নেটদুনিয়াতে নেহাতই কম সক্রিয় নন অভিনেত্রী। প্রায়ই নিজের একাধিক নাচের ভিডিও শেয়ার করে নেন তিনি। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। নিজের এই সাম্প্রতিক মিউজিক ভিডিওর সূত্র ধরেই নিজের অনুরাগীদের পাশাপাশি নেটমহলের একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত স্বপ্না চৌধুরী।