Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভাইয়ের জন্মদিনে বিকিনি শ্যুটে অন্তরঙ্গ সারা আলি খান, নেট দুনিয়ায় ভাইরাল সেই ছবি

Updated :  Thursday, March 5, 2020 9:52 PM

কৌশিক পোল্ল্যে: পূর্ববর্তী দশকের অভিনেত্রীদের তুলনায় আজকের দিনের অভিনেত্রীরা অনেক বেশি নিজেদের অনেক বেশি এক্সপ্লোর করার সুযোগ পেয়েছেন এমনটাই বক্তব্য অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। বর্তমান অভিনেত্রীরা নারীকেন্দ্রিক ছবি থেকে শুরু করে শক্তিশালী চরিত্রে নিজেদের প্রতিভা তুলে ধরতে সক্ষম হয়েছেন।

এর জলজ্যান্ত উদাহরন তারই নাতনি সারা আলি খান। মাত্র তিনটি ছবি করেই বলিপাড়ায় অন ডিমান্ড হয়ে উঠেছেন সারা। হাতে গোনা তিনটি ছবিতে তিনরকম চরিত্রে নিজেকে সাবলীলভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। প্রথম ছবির দৌলতে ঝুলিতে এসেছে সেরা নবাগতা অভিনেত্রীর পুরষ্কার। এখানেই থেমে নেই তিনি, হাতে রয়েছে অনেকগুলি ছবির কাজ।

শ্যুটিং এর ব্যস্ততার মাঝেও নিজের ভাইয়ের জন্মদিনটিতে তাকে স্পেশাল বোধ করাতে এতটুকু কার্পন্যবোধ করলেন না সারা। ভাইয়ের সঙ্গে পুলসাইটে তোলা ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে, ক্যাপশনে জানালেন শুভেচ্ছাবার্তা।

আরও পড়ুন : পরিচালকের প্রেমে আভিনেত্রী, প্রেমের রহস্য ফাঁস হল অনুষ্কা শেট্টির

বিকিনি পরিহিত সারা যেমন প্রশংসা পেয়েছেন তেমনই এরকম পোশাকে শুভেচ্ছাবার্তা দেওয়ার জন্য কটাক্ষের স্বীকার হতে হয়েছে একদল নেটিজেনদের কাছে। যদিও সেই নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে নারাজ সঈফকন্যা।

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ এর পর সারা ব্যস্ত ‘কুলি নং 1’ এর শ্যুটিং এ। ছবিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা বরুন ধবন ও ছবি নির্মানের কর্মভার রয়েছে তারই পিতা ডেভিড ধবনের উপর। সারা ও তার ভাই ইব্রাহিম খানের ছবির একঝলক নীচে দেখে নিন।