Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শুভমনের বোনের সাথে সচিন-কন্যা সারা তেন্ডুলকর, তাহলে বিয়ে কি আসন্ন?

Updated :  Monday, January 22, 2024 11:24 AM

গত বছর থেকে শুভমন গিল (Shubhman Gill) -এর রিলেশনশিপ স্টেটাস নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। 2023 সালে বলিউড তারকা সারা আলি খান (Sara Ali Khan)-এর সাথে শুভমনকে একটি রেস্তোরাঁয় ডিনার সারতে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের জল্পনা জোরালো হয়। এমনকি শুভমন নিজেও একটি টক শোয়ে এই জল্পনা জিইয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু বছর ঘোরার আগেই শুভমনের সারার সম্পর্কের গুঞ্জনে আবারও সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। তবে এই সারা নবাব পতৌদির বংশধর নন। তিনি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)-এর কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। সারা ও শুভমন দুইজনেই অবশ্য তাঁদের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। কিন্তু সম্প্রতি একটি ভিডিও দেখে নড়ে-চড়ে বসেছেন নেটিজেনদের একাংশ।

ভিডিওতে শুভমনের সাথে সারাকে দেখা যায়নি। তবে তাঁর বোনের সাথে একই গাড়িতে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন সারা। ঘটনাটি ঘটে রবিবার ভোরে। সেই সময় একটি পার্টি থেকে গাড়িতে চড়ে বেরিয়ে আসছিলেন সারা ও শুভমনের বোন শাহনীল গিল (Shahneel Gill)। কালো রঙের পোশাকে সুসজ্জিত ছিলেন সারা। শাহনীল পরেছিলেন প‍্যাস্টেল রঙের পোশাক। বর্তমানে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে শাহনীলের মুখে ছিল মাস্ক। কিন্তু সারা মাস্ক পরেননি। পাপারাৎজিদের একাংশের ক্যামেরা ঝলসে উঠতেই হেসে ফেলে নিজের হাত দিয়ে মুখ আবৃত করেন সারা। পরে হাত সরিয়ে নিলেও মাথা নিচু করেছিলেন তিনি।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে মনে করছেন, শুভমনের পরিবারের কাছাকাছি চলে এসেছেন সারা। এই কারণেই এদিন শাহনীলের সাথে দেখা গিয়েছে তাঁকে। অনেকে মনে করছেন, এবার হয়তো সারা ও শুভমনের চার হাত এক হতে পারে। এর আগে শুভমনের খেলা সময় সারাকে বারবার দেখা গিয়েছে গ্যালারি থেকে তাঁকে চিয়ার আপ করতে। তবে এবার তাঁদের সম্পর্কে কোন সমীকরণ দানা বাঁধছে তা শুধু জানেন সারা ও শুভমনই।