Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সারার গোপন রহস্য! কার ঘুম কেড়ে নিলেন সারা?

Updated :  Thursday, August 27, 2020 5:22 PM

২০১৬ সালে, নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা আলি খান, যেখানে তিনি আইন ও রাজনৈতিক বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেছিলেন। তারপরেই বলিউড জগতে তাঁর পদার্পণ হয়।পিসিওডি এবং হরমোন প্রবলেমের জন্য সারার ওয়েট বহুগুণ বেড়ে যায়, তারপরেই প্রায় ম্যাজিকের মত চেহারার আমুল পরিবর্তন আনেন সারা।

সারার গোপন রহস্য! কার ঘুম কেড়ে নিলেন সারা?
সারা একবার কফি উইথ করণ শোয়ে প্রকাশ করেছিলেন যে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সময় ওজন ছিল ৯৬ কিলো।

সারার গোপন রহস্য! কার ঘুম কেড়ে নিলেন সারা?
না না পুরনো ছবি দেখিয়ে আপনাদের আর বিব্রত করবো না তবে, এখনকার সারা কিন্তু বহু পুরুষের রাতের ঘুম উড়িয়েছে।

সারার গোপন রহস্য! কার ঘুম কেড়ে নিলেন সারা?
কী খান সারা? আজ্ঞে, উনি নিয়মিত বিরতিতে খেতে পছন্দ করেন। কাজের চাপে কখনো ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, ডিনার স্কিপ করেন না। তাঁর ডায়েট সবসময় ফাইবার সমৃদ্ধ খাবার দিয়ে ভরা থাকে। সন্ধ্যের টিফিনে উপমা খেতে খুব পছন্দ করেন লাস্যময়ী সারা। যেহেতু তিনি এখনও পিসিওডি সমস্যায় ভুগছেন তাই তাঁর ডায়েট একদমই অয়েল-ফ্রি ও ফ্যা্ট-ফ্রি। হেলদি খাবারের পাসাপাশি নিয়মিত এক্সারসাইজও করেন।

সারার গোপন রহস্য! কার ঘুম কেড়ে নিলেন সারা?