Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূলের পার্টি অফিসে এখন বসছে বিজেপির লোক: কটাক্ষ সায়ন্তন বসুর

সল্টলেক বৈশাখীর কাছে 'চায় পে চর্চা' অনুষ্ঠানে আজ বিজেপি নেতা সায়ন্তন বসু একের পর এক বোমা ছুঁড়লেন মুখ্যমন্ত্রীর দিকে। এইদিন তিনি মুখ্যমন্ত্রীর পদক্ষেপের গভীর সমালোচনা করেন। আজ সায়ন্তন বসু বলেন,"ইতিমধ্যেই…

Avatar

সল্টলেক বৈশাখীর কাছে ‘চায় পে চর্চা’ অনুষ্ঠানে আজ বিজেপি নেতা সায়ন্তন বসু একের পর এক বোমা ছুঁড়লেন মুখ্যমন্ত্রীর দিকে। এইদিন তিনি মুখ্যমন্ত্রীর পদক্ষেপের গভীর সমালোচনা করেন। আজ সায়ন্তন বসু বলেন,”ইতিমধ্যেই ভোটের লিস্টের গরমিল নজরে এসেছে। স্পষ্ট যে এই গরমিল করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। বলে রাখি, শুধু আমার নয়, নজরে এসেছে অনেক সাধারণ মানুষের ও।”

 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরও বলেন,” এই বার বাড়ি বাড়ি যাবেন আমাদের কর্মকর্তারা। তারা দেখবেন যাতে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া যায়। শীঘ্রই ভোটার লিস্টের স্কুটিনির কাজ শুরু হবে।” অন্যদিকে তৃণমূলের অরাজকতা নিয়ে ও প্রশ্ন তোলেন নেতা সায়ন্তন বসু। তার বক্তব্য,”বাংলার একটা শিল্প দেখান, যেখানে আপনি অরাজগতা দেখতে পাবেননা। কোন শিল্পে অরাজগতা নেই বলুন তো। কোনো কিছুতেই নেই আইনশৃঙ্খলা। প্রায়ই সিবিআই তল্লাশি করে গরু পাচারকারী এবং কয়লা পাচারকারীদের ধরছে। আর তারপর তাঁদের জন্য কান্নাকাটি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেবল তিনি কলরব করেন। কিন্তু প্রশ্ন হল কেন?”

 

এইদিন রাজ্য বিজেপি নেতা আরও বলেন,”আমরা বুঝতে পারছিনা তল্লাশি হলে মুখ্যমন্ত্রীর সমস্যা টা কোথায়? ওনার ত এই বিষয়টিকে সমর্থন করা উচিৎ। সেটি উনি করছেন না। তার মানেই ডাল মে কুছ কালা হে।” তৃণমূলের আজ সভা ছিল নিউটাউনে। সেই তৃণমূল সভার পরিপ্রেক্ষিতে সায়ন্তনবাবু বলেন,” ওরা নাকি পাল্টা করবে। অথচ ওদের নিজেদের কিছু প্ল্যানিং ই নেই। আমরা যা প্ল্যান করব, সেই পদক্ষেপকেই অনুসরণ করার চেষ্টা করবে। কিন্তু তাতে লাভ কিছুই হবেনা।”

 

সবশেষে এই দিন বসুকে বলতে দেখা যায় শাসকদলের দ্বন্দ্বের কথা। তিনি বলেন,”কাল আমি এক ছবি দেখি। সেই ছবিতে তৃণমূলের পার্টি অফিসের উপর থেকে অমিত শাহ কে দেখার চেষ্টা করছেন মানুষ। শঙ্খ ধ্বনি বাজছে। তৃণমূলের দলে এখন বিজেপির লোক বসছে। এটা দেখে সেটাই বোঝা যায়।”

About Author