Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘দিদিই’ ভরসা, তৃণমূলে যোগ দিলেনে টলিউডের অভিনেত্রী সায়ান্তিকা

Advertisement

২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পারদ বেশ ওপরের দিকে। রিভার্সি গেমের গুটির মত রং পাল্টাচ্ছেন রাজনৈতিক নেতারা। রুদ্রনীলের, রুদ্রসবুজ থেকে সোজা রুদ্রগেরুয়া হওয়া থেকে শুরু করে বামপন্থী মনোভাবাপন্ন সায়নী ঘোষের তৃণমূলে যোগদান সব নিয়েই বাংলার রাজনীতি বেশ সরগরম। আর এবারে রাজনীতির ব্যটন নিজের হাতে তুলে নিলেন অভিনেত্রী সায়ন্তিকা। জোড়াফুলে সাজালেন নিজেকে এদিন সায়ন্তিকা নিজেকে। বুধবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিলেন সায়ন্তিকা ব্যানার্জী (Sayantika Banerjee)। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তাকে বরণ করে নিলেন। মানুষের সেবা করার জন্য তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সায়ন্তিকা।

পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এদিন তার হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার সময় উপস্থিত থাকতে দেখা গেলো ব্রাত্য বসু এবং সুব্রত মুখোপাধ্যায়কে। তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নিয়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এর ভুয়সী প্রসংশা সায়ন্তিকার গলায়। যদিও তিনি কিন্তু এর আগে ১০ বছর ধরেই তৃণমূলের পাশে আছেন। এবারে অফিসিয়ালি তিনি তৃণমূলের সদস্য হবেন। তিনি যাতে তার কাজ করতে পারেন তার জন্য তিনি সকলের আশীর্বাদ চাইলেন।

তৃণমূলের স্লোগান ‘জয় বাংলা’ বলে তিনি করলেন তার বক্তব্য শুরু। সায়ন্তিকা বলছেন, “এখন একেবারে সঠিক সময় এসে গেছে। আপনারা সবাই দিদির পাশে থাকুন। বাংলার মানুষ নিজের ইচ্ছার কথা দিদিকে জানান।” শেষে আবার জয় বাংলা বলে বক্তব্যে ইতি টানলেন এই টলি তারকা।

নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের সমস্ত দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত লাল, সবুজ, গেরুয়া কোনো শিবির তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তার মধ্যেই রেকর্ড সংখ্যায় টলি তারকা বিভিন্ন শিবিরে যোগ দিচ্ছেন। বর্ষীয়ান তারকা দীপঙ্কর দে থেকে শুরু করে নবীন অ্যাক্টর যশ দাশগুপ্ত যোগ দিয়েছেন রাজনীতি ক্ষেত্রে। তার মধ্যেই মনে করা হচ্ছে হাওড়ার শিবপুর আসন থেকে বিজেপির টিকিটে প্রার্থী হবেন রুদ্রনীল। তৃণমূল এখনো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তার আগেই তৃণমূলে এলেন সায়ন্তিকা। তিনি এবারে কি টিকিট পাচ্ছেন? নাকি না.. উঠছে প্রশ্ন।

Related Articles

Back to top button