Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

টানা তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করল ইস্টবেঙ্গল

Updated :  Sunday, December 6, 2020 10:05 AM

গোয়া: চলতি মরশুমের আইএসএলে টানা তিন ম্যাচ পরাজয় লাল-হলুদ শিবিরের। এটিকে-মোহনবাগান, মুম্বই সিটির কাছে পরাজিত হওয়ার পর শনিবার নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়ে ২-০ গোলে পরাজয় ঘটলো ইস্টবেঙ্গলের।

প্রথমার্ধের শুরুটা ভালোই করেছিলো ইস্টবেঙ্গল, নিজেদের পায়েই বল বেশি পরিমাণে নিয়ন্ত্রণে রাখলেও সেভাবে গোলের তৈরি করতে পারেনি তাঁরা। ম্যাচে গুরুত্বপূর্ণ ফ্রি কিক পেলেও কিন্তু সেই ফ্রি কিক কে কাজে লাগাতে পারেনি পিলকিংটনরা।যদিও খেলার ২১ মিনিটে ইস্টবেঙ্গল একটি পেনাল্টির সুযোগ পেতে পারতো, কিন্তু মাঘোমাকে পেনাল্টি বক্সের ভিতরে নর্থইস্টের আশুতোষ মেহতা ধাক্কা দিয়ে ফেলে দিলেও রেফারি কোনো রকমের পেনাল্টি দেননি। এরপরই ৩৩ মিনিটে নর্থইস্ট কে এগিয়ে দেয় সুরচন্দ্র সিংহের আত্মঘাতী গোল।

দ্বিতীয়ার্ধেও ঠিক ভাবে ছন্দ খুঁজে পেতে দেখা যায়নি ইস্টবেঙ্গলকে। নর্থইস্ট ইউনাইটেড ডিফেন্ডারদের সামনে খুব একটা রুখে দাঁড়াতে পারেনি লাল হলুদ শিবির। একাধিক পরিবর্তন করলেও ম্যাচের ছবি বদলাতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ইস্টবেঙ্গল নিজেদের ফর্মে ফিরে আসতে পারেনা। অন্যদিকে ম্যাচের শেষ লগ্নে রোছারজিলার গোলে ব্যবধান স্কোর বোর্ডে ব্যবধান বাড়ায় নর্থইস্ট। ফলে তিন-তিনটি ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে এখনও পয়েন্ট টেবিলের শেষে লাল-হলুদ ব্রিগেড।