Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

SC-ST certificate: তপশিলি জাতি উপজাতি, আদিবাসী এবং ওবিসি সার্টিফিকেট প্রয়োজন? জানুন কিভাবে আবেদন করবেন

Updated :  Wednesday, July 19, 2023 10:21 PM

তপশিলি জাতি উপজাতি এবং আদিবাসী বা ওবিসি গোষ্ঠীর যদি আপনি হয়ে থাকেন, কিন্তু তবুও যদি আপনার কাছে কোন সমস্যা পত্র না থাকে তাহলে আপনার আর বাড়তি ভাবনার কোনো কারণ নেই। কয়েকটা ধাপে এগোলেই আপনারা নির্দিষ্ট সংশাপত্র পেয়ে যাবেন। রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর এই সার্টিফিকেট দিয়ে থাকে। যদি আপনি তপশিলি জাতি উপজাতি আদিবাসী এবং ওবিসি সম্প্রদায় ভুক্ত হন তাহলে ১এ ফরম পূরণ করে আপনাকে জমা দিতে হয়।

আপনাকে এই ফর্ম তুলতে হবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে কারণ আবেদনের ফরমের পিছনে ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। তার পাশাপাশি আপনাকে কিছু বিশেষ নথি জমা দিতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভূমি পত্র হিসেবে প্রমাণ দিতে ভোটার কার্ড, আধার কার্ড বা খাদ্য সাথী কার্ড আপনার কাছে থাকতে হবে। বাবার বংশের দিকের জাতিগত সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে। জাতিবা সম্প্রদায়ভুক্ত প্রমাণের জন্য অন্য কোন সার্টিফিকেট বা পারিবারিক বিবরণ থাকলেও চলবে।

তবে যারা ওবিসি সম্প্রদায় ভুক্ত হওয়ার জন্য আবেদন করছেন, তাদের এই ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত নন সেই সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। আবেদনকারীর পরিচয় পত্র দেওয়া বাধ্যতামূলক। ভোটার কার্ড বা আধার কার্ড আপনাকে জমা করতে হবে। তার সাথে সাথেই আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। মোবাইল নম্বর উল্লেখ করে জমা দিতে হবে আপনাকে। নথি না থাকলেও স্থানীয় তদন্তের ভিত্তিতে আপনি সার্টিফিকেট পাবেন। তবে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে।