পড়াশোনার খরচ সামলাতে অনেক সময়ই সমস্যার মুখে পড়তে হয় পিছিয়ে পড়া সমাজের বহু ছাত্র-ছাত্রীকে। এবার তাঁদের জন্য সুসংবাদ। পশ্চিমবঙ্গ সরকার আবার চালু করল SC ST OBC Scholarship 2025, যা সাধারণভাবে OASIS Scholarship নামেই পরিচিত। এই স্কলারশিপে আবেদন করলে শিক্ষার্থীরা সর্বাধিক প্রায় ৪৫,০০০ পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। সম্প্রতি স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেক পড়ুয়া এই বৃত্তি প্রকল্পের দিকে নজর দিচ্ছেন।
স্কলারশিপের মূল উদ্দেশ্য
ভারতের সংবিধানে তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং অনগ্রসর শ্রেণীর (OBC) জন্য শিক্ষা, চাকরি এবং সামাজিক ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। স্বাধীনতার ৭৮ বছর পরও সমাজের বহু অংশ শিক্ষার আলো থেকে বঞ্চিত। সেই কারণেই OASIS Scholarship-এর মতো বৃত্তি প্রকল্প চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে পড়াশোনার খরচ মেটানো সহজ হবে এবং যোগ্য ছাত্র-ছাত্রীদের কাছে উচ্চশিক্ষা আরও সহজলভ্য হবে।
কত টাকা পাওয়া যায়?
স্কলারশিপের পরিমাণ নির্ভর করছে শিক্ষার্থীর কোর্স ও শ্রেণির ওপর। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে রেগুলার কোর্সে ভর্তি থাকা পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় আসবেন। সর্বাধিক আর্থিক সহায়তা হিসেবে একজন শিক্ষার্থী বছরে প্রায় ৪৫,০০০ পর্যন্ত পেতে পারেন। স্কুলের ফি, টিউশন ফি থেকে শুরু করে বইপত্র বা অন্যান্য শিক্ষার খরচে এই অর্থ ব্যবহার করা যাবে।
যোগ্যতার শর্ত
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
প্রার্থীকে SC, ST বা OBC শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।
বৈধ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে।
শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর প্রাপ্ত হতে হবে।
শিক্ষার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের রেগুলার কোর্সে ভর্তি থাকতে হবে।
দূরশিক্ষা বা ডিসটেন্স মোডে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য যোগ্য নন।
পরিবারের বার্ষিক আয় সর্বাধিক ১,৮০,০০০-এর মধ্যে হতে হবে।
আবেদন করার পদ্ধতি
স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রদত্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন কাস্ট সার্টিফিকেট, আয়ের শংসাপত্র ও মার্কশিট আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে এবং আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে রাখতে হবে। আবেদন জমা দেওয়া যাবে অনলাইনে অথবা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে।
সমাজের উন্নতির দিকে পদক্ষেপ
সরকারি তথ্য অনুযায়ী, বিগত বছরগুলিতে বহু ছাত্র-ছাত্রী OASIS Scholarship-এর সুবিধা পেয়েছেন। এতে তাঁদের পড়াশোনা বন্ধ হয়নি এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহও বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আর্থিক সহায়তা কেবল ব্যক্তিগত উন্নতি নয়, সামগ্রিকভাবে জাতীয় শিক্ষার হার বৃদ্ধি করতেও সাহায্য করবে।














