Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ২০ হাজার টাকায় কিনে নিন বাজাজের সব থেকে বেশি মাইলেজ যুক্ত এই বাইক, এত সস্তায় এরপর আর পাবেন না – SECOND HAND BIKE

Updated :  Monday, September 25, 2023 2:34 PM

বাজাজ প্লাটিনা বাইকের কথা বললেই সবার আগে মাথায় আসে মাইলেজের কথা। এই বাইকটি ভারতের বাজারে সবথেকে ভালো মাইলেজ যুক্ত বাইক হিসেবে বিবেচিত হয়। একদিকে যেমন এর ইঞ্জিন বেশ পাওয়ারফুল তেমনি এর ডিজাইন ভালো। তার পাশাপাশি এই বাইকে আপনি দুর্দান্ত মাইলেজ পেয়ে যাবেন। এতে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা এটিকে উচ্চ গতিতে চলতে সাহায্য করে থাকে। ভারতের বাজারে এই বাইকের দাম শুরু হয় ৬৭ হাজার ৮০৮ টাকা থেকে। কিন্তু পুরনো টু হুইলার কেনাবেচার জন্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা এই বাইক অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। আজকের এই প্রতিবেদনে আমরা এরকমই কিছু দুর্দান্ত সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যাপারে আলোচনা করব।

২০১২ সালের বাজাজ প্লাটিনা মডেলটি এই মুহূর্তে ওএলএক্স ওয়েবসাইটে বিক্রির জন্য লিস্ট করা হয়েছে। এই ওয়েবসাইটে রেজিস্টার করা বাইকটির রেজিস্ট্রেশন দিল্লির এবং এর কন্ডিশন বেশ ভালো। খুব কম চলার জন্য এই বাইকের জন্য দাম ধার্য করা হয়েছে কুড়ি হাজার টাকা। আপনাকে সম্পূর্ণ হার্ড ক্যাশ দিয়ে এই বাইক কিনতে হবে। এখানে কোন রকম আর্থিক পরিকল্পনা আপনি পাবেন না।

২০১২ সালের বাজাজ প্লাটিনা বাইকের একটি অন্য মডেল DROOM ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই বাইকটির কন্ডিশন খুব ভালো এবং এর রেজিস্ট্রেশন দিল্লির। এই বাইকের অবস্থা এখনো বেশ ভালো রয়েছে এবং খুব কম কিলোমিটার চালানো হয়েছে এই বাইকটি। এই বাইকে এখনো আপনাকে ৭০ কিলোমিটারের মতো মাইলেজ দেওয়া হবে। এই বাইকটি আপনি ২৩৫০০ টাকায় পেয়ে যাবেন। সব থেকে ভালো ব্যাপারটা হল এই বাইকটি আপনি ইএমআই দিয়ে কিনতে পারবেন।

বাজাজ প্লাটিনা বাইকের ২০১৫ সালের একটি মডেল QUIKR ওয়েবসাইট লিস্ট করা হয়েছে এবং এই বাইকটি উত্তরপ্রদেশে রেজিস্টার করা হয়েছে। এই বাইকের অবস্থা এখনো বেশ ভালো এবং ২৯ হাজার ৯৯৯ টাকায় এই বাইকটি আপনি পেয়ে যাচ্ছেন। এই বাইকে বেশ কিছু পরিবর্তন রয়েছে। সেই কারণেই এই বাইকের দামটা একটু বেশি। তবে এই বাইকটি কিন্তু কোন আর্থিক পরিকল্পনার সাথে আসবেনা।