কাজে এল না বোলারদের লড়াই। শেষ পর্যন্ত সাত উইকেটে দ্বিতীয় ম্যাচ হারলো ভারত। ম্যাচের একদম শেষে জ্বলে ওঠেন বুমরাহ। কিন্তু লড়াই করার মতো হাতে রান থাকার জন্য ভারতকে শেষ পর্যন্ত বশ্যতা স্বীকার করতেই হল। ৬ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমে আজ ৩০ রান যুক্ত করতে সক্ষম হয় ভারতীয় ব্যাটসম্যানরা। ১৬ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।
তিনি ছাড়া দ্বিতীয় ইনিংসে ভারতের আর তিন জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন সর্বোচ্চ রান করেন চেতেশ্বর পূজারা(২৪)। নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৩২ রান। দুই ওপেনার লাথাম ও ব্লান্ডেল কিউইদের ভালো শুরু উপহার দেন। দুজনই অর্ধশতরান পূর্ণ করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ফাইনালের লড়াইয়ে এগিয়ে বাংলা, ম্যাচ দেখতে হাজির সৌরভ গাঙ্গুলি
এক সময় মনে হয়েছিল এই ম্যাচটি ও ১০ উইকেটে জয়লাভ করবে তারা। কিন্তু একেবারে শেষের দিকে এসে উমেশ একটি বুমরাহ দুটি উইকেট দখল করেন। ম্যাচের একদম শেষে বল করতে দেখা যায় বিরাট কোহলিকে নিউজিল্যান্ডের জয়ের জন্য তখন ৭ রান দরকার। হেনরি নিকোলাস কোহলিকে একটি বাউন্ডারি মেরে দলের জয় আরও ত্বরান্বিত করেন।