আজ শুক্রবার, কলকাতার ইডেন গার্ডেনে হতে চলেছে ঐতিহাসিকে ডে-নাইট টেস্ট ম্যাচ। আজ মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ভারতে প্রথম বারের জন্য হতে যাচ্ছে গোলাপি বলের ম্যাচ। আজকের ম্যাচে উপস্থিত থাকতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ।
গোলাপি বলের টেস্টের জন্য একটি বিশেষ বাক্সের ব্যবস্থা করা হয়েছে। সেই বক্সে থাকবেন হাসিনা এবং আর ঘনিষ্ট ব্যক্তিরা। এই বক্সটিকে কমান্ডোরা ঘিরে থাকবে। ইতিমধ্যেই বাংলাদেশে নিরাপত্তারক্ষীরা ইডেন গার্ডেন এর সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে।
পুলিশ সুত্রে খবর হাসিনা তার নিরাপত্তারক্ষীদের সাথে থাকবে, তবে নিরাপত্তার সমস্ত দায়িত্ব থাকবে কলকাতা পুলিশের হাতে। শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে কোনোরকম ভুলত্রুটি রাখতে চাইছে না কলকাতা পুলিশ।
আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামবে শেখ হাসিনার প্লেন। সেখান থেকে নিউ টাউন, ইএম বাইপাস, পরমা উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল হয়ে আলিপুরের এক পাঁচতারা হোটেলে থাকবেন। সেখান থেকে ইডেনে যোগ দেবেন তিনি।
পুলিশসুত্রে খবর, বিমানবন্দর থেকে আলিপুর হোটেল এবং সেখান থেকে ইডেন পর্যন্ত এলাকা গুলিতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এমনকি হোটেলেও থাকবে কড়া নিরাপত্তা।