আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত মোটের উপর দুর্দান্ত পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্যায়ে টানা ৯টি ম্যাচে জিতে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার দলটি। অন্যদিকে, গ্রুপ পর্যায়ে ৫টি ম্যাচে জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ফলে আগামীকাল প্রথম সেমিফাইনালে দুই মহা-শক্তিধর দলের বিপক্ষে যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, সে কথা মেনে নিয়েছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও।
তবে মুম্বাইয়ের মাঠে প্রথম সেমিফাইনালে কোন দল বাজিমাত করবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ক্রিকেট বিশেষজ্ঞরা থেকে শুরু করে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ভবিষ্যৎবাণী করছেন বিষয়টি নিয়ে। অনেকের মতে, নিউজিল্যান্ডকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। আবার অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিগত দিনের রেকর্ড অনুসারে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করবে নিউজিল্যান্ড।
তবে এবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিয়ে বড় ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষ শাস্ত্রী সুমিত বাজাজ। ইতিপূর্বে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, চলমানরত বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত। আর এবার প্রথম সেমিফাইনালের সম্ভাব্য ফলাফল নিয়েও বড়সড় ভবিষ্যৎবাণী করেছেন তিনি। কোন দল প্রথম সেমিফাইনাল জিতবে কিংবা কোন ক্রিকেটার কেমন পারফরমেন্স করবে, তা নিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুমিত বাজাজ।
তিনি এদিন বলেছেন, ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে। ফলশ্রুতিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে ২৫০ থেকে ২৭০ রান করবে। যা ৪৭-৪৮ ওভারের মধ্যে চেজ করবে ভারত। আর এই রান চেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিল।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside