কলকাতানিউজ

বন্ধ হতে যাচ্ছে হাওড়া লাইনের বেশ কিছু ট্রেন

Advertisement

বর্তমান সময়ে ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রক বেশ চিন্তিত। দেশে প্রত্যেকদিন কোথাও না কোথাও ট্রেন দূর্ঘটনা ঘটেই চলছে, যার ফলে বহু মানুষ মারা যাচ্ছে। এবার সুরক্ষা বাড়াতে বেশকিছু পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্র।

এবার লাইনে সুরক্ষা বাড়ানোর জন্য হাওড়া কারশেড এলাকায় বেশকিছু উন্নয়নমূলক কাজ করবে রেলমন্ত্রক। এজন্য হাওড়া লাইনে প্রায় আট ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী শনিবার দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রেন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে।

এইজন্য আপ ও ডাউন দুটি পাঁশকুড়া লোকাল বন্ধ থাকবে। এছাড়াও আগামী রবিবার আপ ইস্পাত এক্সপ্রেস ৬.৫৫ এ ছাড়ার পরিবর্তে সকাল ৯.১০ মিনিটে ছাড়বে। ফলকনামা এক্সপ্রেস সকাল ৭.২৫এ ছাড়বে ৯.২০ মিনিটে। এছাড়াও দীঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে ছাড়বে। এছাড়াও হাওড়াগামী ট্রেনকে খড়গপুর স্টেশনে আটকে রাখা হবে। এছাড়াও ডাউন কোলাপুট এক্সপ্রেসকে দুঘন্টা খড়কপুরে আটকে রাখা হবে।

হাওড়ার ডিআরএম ইশাক খান বলেন, সুরক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কারসেড ক্রসিং পয়েন্টে কিছু পরিবর্তন করা হবে। এই জন্য ট্রেন চলাচল শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে

Related Articles

Back to top button