Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শোকের ছায়া, মাত্র ১৬ বছর বয়সেই অকালে প্রান হারালেন এই অভিনেতা

Updated :  Saturday, April 4, 2020 8:54 PM

কৌশিক পোল্ল্যে: বছর হয়েছিল মাত্র ১৬, এর মধ্যেই পৃথিবীর মায়া কাটিয়ে অকালে চলে গেলেন কিশোর অভিনেতা লোগান উইলিয়ামস। কানাডিয়ান এই অভিনেতাকে ‘হোয়েন কল দ্য হার্টস’, ‘দ্য কালার অফ রেইন’, ‘সুপারন্যাচলার’, ‘দ্য হুউস্পার্স’এ অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া আরও একটি কিংবদন্তী চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন এই অভিনেতা।

সুপারহিরো সিরিজ ‘দ্য ফ্ল্যাশ’ এ ব্যারি অ্যালেনের ছোটবেলার চরিত্রটির ছোট্ট ছেলেটিকে মনে পড়ে? এই চরিত্রটিই রূপদান করেন লোগান। এই চরিত্রের জন্য ২০১৫ সালে জোই অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।

তাঁর মা মার্লিস উইলিয়ামস ছেলের মৃত্যুর খবরটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, “ওর অকাল মৃত্যুতে আমাদের পরিবারের সকলেই ভীষনভাবে ভেঙে পড়েছে। আমি আমার বাবা মাকে পর্যন্ত জড়িয়ে ধরতে পারছি না, যারা তাদের একমাত্র নাতিকে হারিয়েছে। করোনার কারনেই আমাদের মধ্যে একটি সামাজিক দূরত্ব তৈরি হয়েছিল, যা হয়তো ওর মনে অবসাদ এনে দিয়েছিল। যে ঘটনার সঙ্গে ও হয়তো মানিয়ে নিতে পারেনি।”

লোগানের অকাল মৃত্যুতে শোকব্যক্ত করেছেন বহু হলিউড তারকারা। তার সহ অভিনেতাসহ ঘনিষ্ঠজনেরা এ নিয়ে পোস্ট করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যদিও মৃত্যুর কারনটি স্পষ্ট করে কিছুই জানা যায়নি।