বলিউডের সবথেকে বড়ো কিছু তারকার মধ্যে অবশ্যই জায়গা করে নিয়েছেন অভিনেতা শাহীদ কাপুর। তার অভিনয়, তার দুর্দান্ত লুকস সবকিছু দিয়ে তিনি রীতিমতো ফিদা করে দিয়েছেন আপামর ভারতবাসীকে। তিনি নিজের জীবনে বহু সিনেমায় অভিনয় করেছেন এবং তার জন্য তিনি বহু প্রশংসাও কুড়িয়েছেন দর্শকমহলে। তিনি বিলাসবহুলভাবেই নিজের জীবন যাপন করেন। সোশ্যাল মিডিয়াতেও তাকে বেশ অ্যাক্টিভ দেখা যায় এবং এর জন্যই তিনি কিন্তু সকলের মধ্যে বেশ জনপ্রিয়তাও বজায় রাখেন।
তবে এই মুহূর্তে শাহীদ কাপুর সবথেকে বেশি চর্চার মধ্যে আছেন তার কিছু সম্পর্কের টানাপোড়েন নিয়ে। জানিয়ে রাখি, তিনি যখন ইন্ডাস্ট্রিতে একেবারে প্রথম প্রথম প্রবেশ করছিলেন, সেই সময় তার সঙ্গে সম্পর্ক ছিল ভারতের জনপ্রিয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার। একবার তাদের দুজনকে একসাথে হোটেলের ঘর থেকে অত্যন্ত আপত্তিজনক অবস্থায় আটক করা হয়। সেই যাত্রায় যদিও তারা বেচে যান কিন্তু পরে তাদের সম্পর্কের কথা সকলের সামনে চলে আসে। চলুন তাদের দুজনের এই সম্পর্কের ব্যাপারে আরো ভালোভাবে এবং আরো বিস্তারে জন যাক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবলিউড দুনিয়ায় শাহীদ কাপুর ইতিমধ্যেই ব্যাপক নাম করে নিয়েছেন নিজের অভিনয়ের মাধ্যমে। অন্যদিকে সানিয়া মির্জা ভারতের সফলতম টেনিস খেলোয়াড়। বলতে গেলে মহিলা টেনিস জগতে তার থেকে বড়ো খেলোয়াড় এই মুহূর্তে ভারতে নেই। তিনি নিজের টেনিস খেলার দক্ষতা দিয়ে ভারতকে একাধিক প্রতিযোগিতায় জয়ী করিয়েছেন।
তবে এই মুহূর্তে তারা দুজনেই তাদের ব্যক্তিগত জীবনের কিছু অপ্রিয় সত্যের জন্য সোশ্যাল মিডিয়ার নজরে পড়েছেন। জানা যায় তাদের দুজনকে হোটেলের রুম থেকে একসাথে খুবই আপত্তিকর অবস্থায় পাওয়া গিয়েছিল। এরপরই তাদের দুজনের প্রেম কাহিনীর ব্যাপারে সকলে জানতে পারেন।