Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুহানাকে চুমু খেলে মেয়ের বয়ফ্রেন্ডের ঠোঁট ফাটিয়ে দেব, বললেন শাহরুখ

Updated :  Thursday, March 18, 2021 9:06 PM

কিছুদিন আগেই শাহরুখ খান (shahrukh khan)-এর কন্যা সুহানা খান (suhana khan)-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা যাচ্ছে, সুহানা একটি অফ হোয়াইট রঙের ভেলভেটের স্প্যাগেটি ক্রপ টপ ও স্কার্ট পরে চিজ গ্রেটার মেশিন হাতে নিয়ে পোজ দিয়েছেন। ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সুহানা ‘বডি শেমিং’-এর শিকার হয়েছিলেন। নেটিজেনদের একাংশ সুহানার স্তন নিয়ে কটুক্তি করেছিলেন। অনেকে বলেছিলেন, সুহানা রান্না জানেন না অথচ চিজ গ্রেটার মেশিন নিয়ে সস্তার ছবি তুলছেন। কিন্তু সুহানা কোনো প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছেন। কারণ তিনি জানেন, কুরুচিপূর্ণ মানুষের চামড়াধারী জীবগুলির বিরুদ্ধে প্রতিবাদ করা অর্থহীন।

করোনা অতিমারীর কারণে বিদেশে পড়তে যাওয়া ছাত্র-ছাত্রীরা অনেকেই ফিরে এসেছিলেন নিজেদের দেশে। সুহানাও এর ব্যতিক্রম নন। মার্চ মাসে ভারতে ফিরে এসেছিলেন সুহানাও। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন তিনি। আইপিএলের সময় সপরিবারে দুবাই গিয়েছিলেন সুহানা। ভারত ও দুবাইতে থাকাকালীন নিজের অজস্র ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন সুহানা। কিন্তু ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। সুতরাং সুহানাকেও ফিরে যেতে হলো নিউ ইয়র্কে নিজের কলেজে। সুহানাকে ড্রপ করতে রাতের দিকে মুম্বই এয়ারপোর্টে এসেছিলেন শাহরুখ ও তাঁর পুত্র, সুহানার ছোট ভাই অ্যাব্রাম (Abram khan)। অ্যাব্রামকে গাড়িতে বসিয়ে রেখে শাহরুখ, সুহানাকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকেছিলেন। সুহানার প্লেন ভারতের মাটি ছাড়তেই শাহরুখ অ্যাব্রামকে নিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে গেলেন ‘মন্নত’-এর উদ্দেশ্যে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শাহরুখের নতুন লাল রঙের সোয়াঙ্কি গাড়ি। এই গাড়িটি ইদানিং নিজেই ড্রাইভ করিন শাহরুখ। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের লাল সোয়াঙ্কির ছবি সুপার ভাইরাল হয়েছে। অনেকেই সোয়াঙ্কি গাড়ি সম্পর্কে গুগল সার্চ শুরু করে দিয়েছেন।

শাহরুখ নিজের মেয়ের সিকিউরিটি সম্পর্কে অত্যন্ত সচেতন। সম্প্রতি চার বছর আগের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। চার বছর আগে করণ জোহর (karan johar)-এর টক শো ‘কফি উইথ করণ’-এ আলিয়া ভাট (Alia bhatt) ও শাহরুখ খান এসেছিলেন। সেই সময় নিজের মেয়ে সুহানার প্রসঙ্গে বলতে গিয়ে শাহরুখ বলেন, তাঁর সন্তানদের তিনি স্টক না করলেও তাঁর কানে তাদের সমস্ত খবর আসে। করণ তাঁকে জিজ্ঞাসা করেন, সুহানাকে যদি কোনো ছেলে চুমু খায়, তাহলে শাহরুখ কি করবেন? তখন শাহরুখ বলেন, তিনি ছেলেটির ঠোঁট ফাটিয়ে দেবেন। করণও শাহরুখের কথায় সায় দেন। করণ বলেন, একজন পিতা হিসাবে শাহরুখ যথেষ্ট সফল।

ইদানিং ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন সুহানা। সুহানা ভারতে থাকাকালীন যখন নিজের ছবি পোস্ট করতেন, তখন তাঁকে প্রায়ই ট্রোল করা হতো তাঁর গায়ের রঙ নিয়ে। সুহানার বাবা শাহরুখ খান এর প্রতিবাদ করলে তাঁকে বলা হয়, তিনি যদি সত্যিই সুহানার গায়ের রং পছন্দ করেন তাহলে তিনি নিজে কেন পুরুষদের ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেন! একসময় শাহরুখ ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনটি করা ছেড়ে দেন। এই মুহূর্তে এই ক্রিমের বিজ্ঞাপন করছেন অভিনেতা সলমন খান। কিন্তু এই সব কিছুর ফলে নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে সোশ্যাল মিডিয়ায় নিজের কমেন্ট সেকশন অফ করে দেন সুহানা খান।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সুহানাও অভিনয় করতে চান। তবে তার আগে সুহানা ও শাহরুখ দুজনেই মনে করেন, বিনোদন জগত নিয়ে পড়াশোনা করা খুব জরুরী। এছাড়া পেশাদার অভিনেত্রী হিসাবে কাজ শুরু করার আগে সুহানা কয়েক বছর অভিনয়ের ট্রেনিং নিয়ে তবেই অভিনয় জগতে পা রাখবেন বলে জানিয়েছেন শাহরুখ। ইতিমধ্যেই অ্যাসিড-আক্রান্তদের জন্য কাজ করতে শুরু করেছেন সুহানা।