৫২ বছর বয়সী শেন ওয়ার্নের সংস্থার তরফে কিংবদন্তি অজি লেগ স্পিনারের মৃত্যুর খবর জানানো হয়েছে কিছুক্ষণ পূর্বে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওয়ার্ন। মৃত্যুকালে তিনি থাইল্যান্ডে তার নিজের ভিলায় ছিলেন বলে জানা গেছে। ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে উনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেনি। উনার পরিবার এই সময় একা থাকতে চায় এবং সময়মতো এই বিষয়ে বাকি তথ্য দেওয়া হবে।’
১৯৬৯ সালে জন্ম হয়েছিল কিংবদন্তি এই স্পিনারের। আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্ন এক বিশাল ব্যক্তিত্ব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ধারাবাহিকভাবে ধারাভাষ্যকার হিসেবে নিজের কর্ম জীবন চালিয়ে যাচ্ছিলেন কিংবদন্তি এই স্পিনার। সম্প্রতি থাইল্যান্ডে নিজের ভিলায় দিন যাপন করছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এক নজরে দেখে নিন আন্তর্জাতিক ক্রিকেটে শেন ওয়ার্নের কৃতিত্ব-
লাল বলে বাইশ গজের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে শেষ ওয়ার্ন ছিলেন অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৫টি টেস্টে ৭০৮টি টেস্ট উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর ঝুলিতে। লাল বলের ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়ার্নের আগে রয়েছেন দ্বীপরাষ্ট্রের কিংবদন্তি মুথাইয়া মুরলীথরন। মুরলীর ঝুলিতে রয়েছে ৮০০ উইকেট। টেস্ট ক্রিকেটের সাথে সাথে ওয়ানডে ক্রিকেটেও দারুণ সফল ওয়ার্ন। ১৯৪টি ম্যাচে ২৯৩টি উইকেট নিয়েছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা ক্রিকেট বিশ্বে।