Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মৃত্যুর পরে বেরিয়ে এল শেন ওয়ার্নের কুকীর্তি, এক রাতে ২ মডেলের সাথে হোটেলে ছিলেন

Updated :  Monday, March 7, 2022 2:15 PM

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের অকাল প্রয়াণ এখনো গভীর ক্ষতের সৃষ্টি করে রেখেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। গত শুক্রবার থাইল্যান্ডের নিজের বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার। তার মৃত্যুতে শোকের ছায়া তার সতীর্থদের মধ্যে। তার অকালমৃত্যুতে গভীর শোকাহত হয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার সহ ব্রায়ান লারার মত বিধ্বংসী ক্রিকেটাররাও। তার মৃত্যু ক্রিকেট জগতের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে কিংবদন্তি এই ক্রিকেটার জগত সংসারে কাউকে পাত্তা দেননি। নিজের মন মত জীবন কাটিয়েছেন তিনি। কাউকে তোয়াক্কা করেননি শেন ওয়ার্ন। তার জীবনে নারীসঙ্গ, মদ্যপান ছিল একরকম নেশা। আর সেটাকেই আঁকড়ে ধরে বসবাস করছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। বয়স ৫০-এর কোটা পার হওয়ার পরও শেন ওয়ার্ন সেই নেশায় বুঁদ হয়ে থাকতেন। একের পর এক নামকরা মডেল ওয়ার্নের নামে মারাত্মক সব অভিযোগ করেছেন বিভিন্ন সময়। তবে শেন ওয়ার্ন কখনো সেই অভিযোগে পাত্তা দেননি।

তার মৃত্যুর পর তার বিরুদ্ধে উঠে আসা পুরনো অভিযোগগুলি আরো একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ২০০৬ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্স-এর বিরুদ্ধে ম্যাচের আগে দুজন মডেলের সঙ্গে রাত কাটিয়েছিলেন শেন ওয়ার্ন। পরবর্তীতে সেই রাতের ছবি লিক হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেই লিক হওয়া ছবি নিয়ে আজও আলোচনা চলে অনেক আড্ডার ঠেকে। জানা গিয়েছে, শেন ওয়ার্ন জীবনের শেষ লগ্নে এসেও তার সেই উশৃংখল জীবন যাপন পদ্ধতি থেকে বেরিয়ে আসতে পারেননি। শেন ওয়ার্নের বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ এনেছিলেন মডেল ও টিভি অভিনেত্রী জেসিকা পাওয়ার। তিনি নাকি জেসিকা পাওয়ারকে হোটেলে দেখা করার কথাও বলেছিলেন।