Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শত্রুঘ্ন সিনহার পুত্রবধূ চেহারায় অপ্সরার চেয়ে কম নয়, বড় বড় অভিনেত্রীদের টেক্কা দেবে, দেখুন ছবি

Updated :  Wednesday, January 18, 2023 9:31 PM

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম শত্রুঘ্ন সিনহা। একসময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি। শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। রাজনীতির ময়দানেও তার পরিচিতি রয়েছে ভালোই। একাধিকবার পরিবর্তন করেছেন দলও। কারণে অকারণে মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় অভিনেতাকে। কখনো নিজের কারণে, আবার কখনো নিজের সন্তানদের কারণে চর্চায় থাকেন তিনি। তবে সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে মিডিয়ার পাতায় চর্চিত অভিনেতা।

উল্লেখ্য, শত্রুঘ্ন সিনহা ১৯৮০ সালে নিজের স্ত্রী পুনাম সিনহার সাথে সাত পাক ঘুরেছেন। তাদের তিন সন্তান। সোনাক্ষী, লব ও কুশ। তবে এই মুহূর্তে শত্রুঘ্ন সিনহার পাশাপাশি চর্চার আলোয় রয়েছেন কুশ সিনহাও। আসলে আপাতত সোশ্যাল মিডিয়ার পাতায় কুশ সিনহার স্ত্রী তরুণা সিনহার বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। সেই ছবি দেখে নেট নাগরিকদের একাংশের মনে হয়েছে তরুণা সিনহা বলিউড ইন্ডাস্ট্রির সদস্য না হয়েও রূপে-গুনে টেক্কা দিতে পারেন তাবড় তাবড় বলি ডিভাদের।

শত্রুঘ্ন সিনহার পুত্রবধূ চেহারায় অপ্সরার চেয়ে কম নয়, বড় বড় অভিনেত্রীদের টেক্কা দেবে, দেখুন ছবি

২০১৫ সালে শত্রুঘ্ন সিনহার ছেলে কুশের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তরুণা। সেই থেকে একসাথেই রয়েছেন তারা। কুশ সিনহা যুক্ত রয়েছেন এই অভিনয় জগৎ’এর সাথেই। তবে তরুণা এই বলিউড ইন্ডাস্ট্রির সদস্য না হয়েও কিছু কম যান না। তিনি রীতিমতো নিজেকে মেন্টেন করে রেখেছেন, তা অবশ্য তাকে দেখলেই বোঝা যায়। সম্প্রতি কুশের সাথে তার বেশ কিছু ছবি ভাইরাল হতেই চর্চার আলোয় উঠে এসেছে গোটা সিনহা পরিবার। তবে তরুণা নিজেকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা পছন্দ নয় তার। সেভাবে ক্যামেরার সামনেও দেখা মেলে না তরুণার।