শ্যুটিং ফ্লোরে গিয়ে ‘BLACK CAT’-এর সঙ্গে সময় কাটাচ্ছেন শিল্পা শেঠী! ছবি ভাইরাল

কেয়া সেন : বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক এবং খাদ্যরসিক মানুষ অভিনেত্রী শিল্পা শেঠী। তবে তিনি পশুপ্রেমিও বটে।

কয়েকদিন আগেই একটি টিয়া পাখিকে নিয়ে ভিডিও বানিয়েছিলেন তারকা, (মজার ছলে) পাখির নাম দিয়েছিলেন “পপি শেঠী কুন্দ্রা”

এবার নিজের রিয়্যালিটি শোয়ের শ্যুটিংয়ের জন্য স্টুডিওতে ঢুকতে গিয়ে রাস্তায় থাকা এক কালো বিড়াল কে আদর করতে গিয়ে লেন্সবন্দী হলেন বলি বিউটি।