মহারাষ্ট্র বিধানসভায় উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হওয়ার পর, শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত একাধিকবার বিজেপির সমালোচনা করেছেন। এইবার চড়াও হলেন বলিউড কুইন কঙ্গনা রানাউতের উপর। এখনও পর্যন্ত কঙ্গনা রানাউত একাই বলিউডের বিভিন্ন কালো দিক সামনে প্রকাশ করেছেন, যদিও তিনি আস্থা রেখেছেন দেশের আইন ব্যবস্থার উপরে। সুশান্ত কেসে মাদক লেনদেনের প্রসঙ্গ আসতেই কঙ্গনা তাঁর নিজের জীবনের বহু কালো অধ্যায়কে সকলের সঙ্গে শেয়ার করে সরাসরি অভিযোগ করেছেন কিছু মুভি মাফিয়াদের উপর। এমনকি মুম্বাই পুলিশের অক্ষমতার কথাও প্রকাশে এনেছেন। ঠিক এর পরেই ভেসে এল হুমকি। এবারে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এই মহারাষ্ট্র কেন্দ্রিক হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলের মুখপাত্র। এই হুমকির কারণ কি?
উল্লেখ্য কঙ্গনা রানাউত ইতিমধ্যে মুম্বাই পুলিশের উপর আস্থা হারানোর মত অভিযোগ করেছেন। বিজেপি বিধায়ক রাম কদমকে নিজের টুইটে ট্যাগ করে কঙ্গনা জানান, এই মুহূর্তে মুম্বইতে থাকতে নিরাপত্তার অভাব বোধ করছেন। মুম্বইতে থাকলে মনে হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোথাও রয়েছেন তিনি! কঙ্গনার এহেন মন্তব্যে কড়া ভাষায় শিবসেনার মুখপাত্র জানান যে মুম্বই পুলিসকে যদি অভিনেত্রী ভয় পান, তিনি যদি মুম্বইতে থাকতে নিরাপত্তার অভাব বোধ করেন, তাহলে তিনি যেন এই শহরে আর ফিরে না আসেন। ওই মন্তব্যের মাধ্যমে কঙ্গনা মুম্বই পুলিসের অপমান করেছেন।
Sanjay Raut Shiv Sena leader has given me an open threat and asked me not to come back to Mumbai, after Aazadi graffitis in Mumbai streets and now open threats, why Mumbai is feeling like Pakistan occupied Kashmir? https://t.co/5V1VQLSxh1
— Kangana Ranaut (@KanganaTeam) September 3, 2020
এছাড়াও তিনি স্পষ্টত অভিযোগ করেছেন, সুশান্ত-কাণ্ডে কৌশলে উদ্ধব পুত্র আদিত্য ঠাকরের নাম জড়ানোর চেষ্টা হচ্ছে। রাজনীতির অনেকেই মনে করছেন, এক বার আদিত্যের নাম সিবিআইয়ের তদন্তে উঠে এলে শিবসেনাকে দুর্বল করে দেওয়া যাবে। অবশ্য, সঞ্জয় রাউতের ওই মন্তব্যের পর পালটা মন্তব্য করেন রাম কদম। তিনি বলেন, মুম্বই পুলিসের উপর আস্থা রাখত পারছেন না কঙ্গনা রানাউত। এর জন্যেই তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। ‘মনিকর্ণিকা’ অভিনেত্রীকে যাতে উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয়, সে বিষয়েও সওয়াল করেন বিজেপির ওই নেতা।