ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে এদিন বড় ভবিষ্যৎবাণী করলেন পাকিস্তানের প্রাক্তন কিংবদন্ত ক্রিকেটার শোয়েব আখতার। পাকিস্তানের এই ক্রিকেটার মনে করেন, যদি বিরাট কোহলি আরও 6-8 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন তবে অবলীলায় শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন। তবে তার জন্য কিছু অনুশাসন মেনে চলতে হবে কোহলিকে।
এদিন শোয়েব আখতার এক আলোচনা সভায় বলেন, ’34 বছরের বিরাট কোহলি চাইলে এখনো 6-8 বছর ক্রিকেট খেলতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে হবে। আমি মনে করি, টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে হলে একজন ব্যাটসম্যানের অধিক শক্তি প্রয়োজন হয়। আর বর্তমানে বিরাট কোহলি যে বয়সে দাড়িয়ে আছেন, সেখানে তাকে শক্তি বাঁচিয়ে খেলতে হবে। যদি ও টি-টোয়েন্টি খেলা বন্ধ করে, তবে নিঃসন্দেহে এখনো 50টি টেস্ট ম্যাচ খেলতে পারবে।’
তিনি আরও বলেন, ‘যদি বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধুমাত্র ওডিআই এবং টেস্ট ম্যাচ খেলার দিকে মনোনিবেশ করেন, সে ক্ষেত্রে শচীন টেন্ডুলকারের শত সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গা খুব সহজ হবে তার জন্য। আসন্ন বছরগুলোতে যদি 50টি টেস্ট ম্যাচ তিনি খেলতে পারেন তবে খুব সহজেই 25টি সেঞ্চুরি আসবে তার ব্যাট থেকে।’
আপনাদের জানিয়ে রাখি, বিগত তিন বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রান প্রত্যাশা করে চলেছেন বিরাট কোহলি। যদিও সম্প্রতি ক্রিকেটের তিন ফরম্যাটেই শতকের দেখা পেয়েছেন তিনি। ফলশ্রুতিতে শত সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছানোর প্রতিযোগিতায় আবারও প্রত্যাবর্তন করেছেন কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি এখনও পর্যন্ত ২৮টি সেঞ্চুরি করেছেন টেস্টে এবং ৪৬টি শতরান রয়েছে ওডিআই ক্রিকেটে।