পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার তথা বিশ্ব ক্রিকেটে সর্বাধিক জোরে বোলার শোয়েব আখতার সর্বদা তার বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরেও বিভিন্ন সময় তার বিতর্কিত মন্তব্য গুলি স্থান পায় সংবাদ শিরোনামে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ২০০০ সালের দিকে শোয়েব আখতার ছিলেন বিশ্ব ক্রিকেটের সর্বাপেক্ষা জোরে বোলার। তার মুখোমুখি ব্যাটিং করা যেকোনো ব্যাটসম্যানের জন্য ছিল অগ্নি পরীক্ষা স্বরূপ।
জোরে বলের কারনে হোক কিংবা বিতর্কিত মন্তব্যের কারণে, সর্বদা সংবাদ শিরোনামে থেকেছেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার। তবে ক্রিকেটের বাইরেও তাকে নিয়ে সমালোচনা কম হয়নি। মূলত বৈবাহিক জীবনের কারণে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারের নাম। এর কারণ হলো, নিজের বয়সের চেয়ে অর্ধেক বয়সী মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিলেন শোয়েব আখতার। ৩৮ বছরের শোয়েব আখতার ২০ বছরের সুন্দরী যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যার কারনে একাধিকবার সংবাদ শিরোনামে স্থান পেয়েছেন এই ক্রিকেটার।
১১ই নভেম্বর ২০১৪ সালে শোয়েব আখতার রুবাব খান নামের এক সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলেন। মূলত, মোটা অংকের টাকা যৌতুকের বিনিময়ে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন তিনি। যদিও পরবর্তীতে তাদের সেই জুটিকে নিখুঁত বলে মেনে নেওয়া হয়েছে। পাকিস্তানী ক্রিকেটার শোয়েব আখতার হজ করতে গিয়ে রুবাব খানের বাবা মুস্তাক খানের সঙ্গে পরিচিত হন। এরপর দেশে ফিরে দুই পরিবারের যৌথ উদ্যোগে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৬ সালে তারা তাদের প্রথম সন্তান মোহাম্মদ মিকাইল আলীকে স্বাগত জানিয়েছেন।