কৌশিক পোল্ল্যে: সারা পৃথিবী এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন, তাতে মানব সভ্যতার অবক্ষয় বেশ ঘনিয়ে এসেছে বলা চলে। আজ যদি সমস্ত মানুষ সতর্ক হয়, সচেতন থাকে তাহলেই আমরা এই বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মারন ভাইরাসকে প্রতিহত করতে পারি। এরকম একটি সামাজিক বার্তা যদি সামাজিক ছবির মাধ্যমে ফুটিয়ে তুলে সকলের সামনে পরিবেশন করা হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে?
হ্যাঁ ঠিকই ধরেছেন। করোনা বিপর্যয়ে আতঙ্কিত না হয়ে শক্তমনে রুখে দাঁড়াতে যে মানসিক সাহসের দরকার, এবং একতা বজায় রাখার যে বিষয় সেই নিয়ে একটি শর্টফিল্ম বানানোর পরিকল্পনা করা হয়েছে সাধারন মানুষদের নিমিত্তে। ছবির নাম ‘ফ্যামিলি’।প্রসূন পান্ডের পরিচালনায় এই সিনেমায় বিগ বি অমিতাভ বচ্চন ছাড়াও থাকছেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত ও চিরনজীবী এবং সেই সঙ্গে বলিউডের লাভ বার্ডস রনবীর কাপুর, আলিয়া ভাট সহ থাকছেন আরও অনেকে।
সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকার দ্বারা নির্দেশিত সমস্ত নিয়ম পালন করে একযোগে কাজ করার একতাকে তুলে ধরাই এই ছবির মূল উদ্দেশ্য। এছাড়াও যারা এখনও পর্যন্ত কোভিড-১৯ করোনার ভয়াবহতা সম্পর্কে অবগত নন, যারা এখনও সরকারি নিয়ম ভেঙে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্যই এটি একটি শিক্ষনীয় ভিডিও। সর্বোপরি সকল দেশবাসীকে সুস্থ রাখতে ও সচেতন করে তুলতে সিনেমাকেই সম্বল করলেন রূপোলি পর্দায় নামজাদা শিল্পীরা।