কৌশিক পোল্ল্যে: বর্তমানে সারাবিশ্বের সবচেয়ে বড় সামাজিক বিপর্যয় করোনা ভাইরাস। শতাব্দীর সবচেয়ে সাংঘাতিক মৃত্যুমিছিলের সাক্ষী থাকল পৃথিবীবাসী। আদৌ নিস্তার মেলা সহজ হবে কিনা সে নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। প্রথম বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলি এই ভাইরাসের করাল গ্রাসে হারিয়েছে হাজারো নাগরিককে। শুধু ইতালিতেই মৃতের সংখ্যা ছয় হাজারের বেশি। উৎপত্তিস্থল চিন বর্তমানে খানিক স্বস্তি পেলেও, হারিয়েছে সাড়ে তিন হাজার মানুষের প্রান।
ভারতের অবস্থাও মোটের ওপর সুবিধের নয়। মৃতের সংখ্যা ৩২ হলেও ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৫১। এমত অবস্থায় প্রধানমন্ত্রী গোটা দেশে লকডাউন ঘোষনা করেছেন। বন্ধ গোটা দেশের বিভিন্ন কার্যক্রম, ব্যাহত হচ্ছে সামাজিক জনজীবন। আতঙ্কে কাটছে দিন, নিশ্চিত করে কিছুই বলার অবকাশ নেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলকডাউন মেনে যথাসাধ্য সাবধানতা অবলম্বন করে বাড়িতে খাদ্যের জোগান সংগ্রহ করতে ব্যস্ত সকলেই, কিন্তু যারা খাদ্য সংরক্ষন করে রাখতে জানে না, মানুষের উচ্ছিষ্টই যাদের একমাত্র ভরসা, সেই প্রানীগুলোর কী হবে? তাদেরও তো বেঁচে থাকতে হবে। সেই চিন্তাই ভাবিয়ে তুলল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে।
আর যেমন ভাবা তেমনি কাজ। দায়িত্ব সহকারে বাড়ির আশেপাশের চারপেয়ে সারমেয়দের মুখে, হাসিমুখে অন্ন তুলে দিলেন শ্রীলেখা। সেই সময়ের কিছু ছবি ক্যামেরাবন্দি করে পোস্ট করলেন সোশ্যাল হ্যান্ডেলে। তার এই অভিনব ও সাহসী উদ্যোগে সকলেই তাকে কুর্নিশ জানিয়েছেন, কমেন্ট করে নিজেদের সমর্থন জানাতে কার্পন্যবোধ করেননি নেটিজেনরা। শ্রীলেখা মিত্রের এই ছবিগুলি আরও একবার দেখে নিতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।
View this post on Instagram