IPL 2023: মর্মান্তিক দুর্ঘটনা হোক, দিদিকে করা হোক শ্লীলতাহানি! RCB হারতেই গিল-কে নোংরা আক্রমণ কোহলি ভক্তদের

গতকাল আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালোর। প্লে-অফে পৌঁছানোর জন্য যে ম্যাচটিতে জয় নিশ্চিত করতেই হতো বিরাট কোহলিদের। তবে দুর্ভাগ্য কখনোই পেছন ছাড়ে না…

Avatar

গতকাল আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালোর। প্লে-অফে পৌঁছানোর জন্য যে ম্যাচটিতে জয় নিশ্চিত করতেই হতো বিরাট কোহলিদের। তবে দুর্ভাগ্য কখনোই পেছন ছাড়ে না পৃথিবী সেরা এই ক্রিকেটারের। আইপিএলের ১৬টি মরশুম খেললেও শিরোপা অর্জন করতে পারেননি বিরাট কোহলি। চলতি আইপিএলের শুরুটা ভালো না করলেও শেষের কয়েকটি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। তবে এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমান গিলের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলে প্রথমে ব্যাটিং করতে নামে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালোর। ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু করলেও ডু প্লেসিস আউট হতেই চরম অন্ধকার ঘনিয়ে আসে ব্যাঙ্গালোর শিবিরে। এক প্রান্তে বিরাট কোহলি বিস্ফোরক ইনিংস খেললেও অন্য প্রান্তে লেগেই থাকে ব্যাটসম্যানদের যাওয়া আসা। ফলে নিজেদের লক্ষ্য অনুযায়ী রান সংগ্রহ করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। দলের হয়ে সর্বোচ্চ বিরাট কোহলি অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন।

শক্তিশালী গুজরাট ১৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে প্রথমেই ঋদ্ধিমান সাহার উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। তবে অন্য প্রান্ত থেকে ঝড়ের গতিতে রান সংগ্রহ করতে থাকেন শুভমান গিল। তিনি ৫২ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের গণ্ডি পার করান। মূলত তার বিধ্বংসী পারফরমেন্সের জন্য ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স।

তবে বিরাট কোহলিদের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলার জন্য ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিল। বিরাট কোহলির তথাকথিত ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় করছেন। যেখানে কেউ কেউ লিখেছেন,’ঋষভ পন্থের মত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হোক শুভমান গিলের।’ আবার কেউ কেউ শুভমান গিলের দিদির ইনস্টাগ্রাম লিংক শেয়ার করে লিখেছেন,’এটা শুভমন গিলের দিদির ইনস্টাগ্রাম। যেটা করার দরকার, সেটা কর।’ পাশাপাশি একাধিক মন্তব্যে শুভমান গিলের দিদিকে ধর্ষণ করার কথাও বলা হয়েছে। তবে তথাকথিত ভক্তদের এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিরাট কোহলির ফ্যানরা।