Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আলিয়ার থেকে কি চুরি করতে চান সিদ্ধার্থ?

Updated :  Wednesday, November 13, 2019 9:53 PM

কৌশিক পোল্যে : করন জহরের হাত ধরে বলিউডে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিষেক ঘটে আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার।ছবির সাফল্যের সঙ্গে এই জুটির প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, সেসময় এই জুটির প্রেমের গল্পই ছিল টক অফ দ্য টাউন। তারপর হঠাৎ করেই সম্পর্কবিচ্ছেদ করে দুজনেই সরে আসেন নিজ নিজ জীবনে।

তবে এসব এখন অতীত কারন আলিয়া তার বর্তমান প্রেমিক রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন। অন্যদিকে শোনা যাচ্ছে সিদ্ধার্থও নবাগতা অভিনেত্রী তারা সুতারিয়াকে ডেট করছেন। তবুও প্রাক্তনের থেকে একটি জিনিস চুরি করার ইচ্ছেপ্রকাশ করেছেন সিদ্ধার্থ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে জিজ্ঞেস করা হয় তিনি আলিয়া ভাট, রনবীর কাপুর ও প্রিয়াংকা চোপড়ার কাছ থেকে কী চুরি করতে চান, উত্তরে তিনি বলেন, “আমি আলিয়ার থেকে এডওয়ার্ডকে (আলিয়ার প্রিয় পোষ্য বিড়াল), রনবীরের থেকে ‘বরফি’ সিনেমার স্ক্রিপ্ট এবং প্রিয়াংকার থেকে ওর গলার স্বর এবং গানের প্রতিভা চুরি করতে চাই।

আলিয়ার থেকে কি চুরি করতে চান সিদ্ধার্থ?

আলিয়া নিজের প্রিয় পোষ্য এডওয়ার্ডকে চোখে হারান এবং সোশাল মিডিয়ার পোষ্য সমেত বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন এমত অবস্থায় আলিয়ার পোষ্য সম্পর্কে প্রাক্তনের এরকম অকপট মন্তব্যে অবশ্য আলিয়ার তরফ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।