কৌশিক পোল্ল্যে: বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় গায়িকা হলেন নেহা কক্কর, একথা বললে ভুল কিছু বলা হবে না। তিনি যে গানের কাজেই হাত দেন সেই গানই সোনা হয়ে যায়। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় বড়সড় ফলোয়ার্সের সংখ্যা হোল্ড করছেন এই ভারতীয় গায়িকা, তার ইনস্টাগ্রাম অনুরাগীর সংখ্যা ৩৭ মিলিয়নেরও বেশি। ভারতের পাশাপাশি সমগ্র এশিয়াতেও বেশ প্রতিপত্তি জমিয়েছেন নেহা এবিষয়ে কোনো সন্দেহ নেই।
এবার তারই মুকুটে যুক্ত হল এক নতুন পালক। গোটা বিশ্বের তাবড় তাবড় গায়িকাদের পিছনে ফেলে ইউটিউব প্ল্যাটফর্মে মহিলা শিল্পী হিসেবে এশিয়ায় প্রথম এবং বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছেন নেহা। অর্থাৎ গতবছরে তার ভিউয়ার্সদের সংখ্যার নিরিখে তিনি সমগ্র বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী নেহার মোট ভিউস সংখ্যা ৪.৫ বিলিয়ন। এই অভূতপূর্ব সাফল্যকে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন গায়িকা। ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে সুখবরটি নিজেই জানিয়ে দেন তিনি।
সাম্প্রতিক ওই সমীক্ষায় প্রকাশিত প্রথম দশের তালিকায় দ্বিতীয় স্থানে নেহা এবং প্রথম স্থানটি দখল করেছেন কার্ডি বি, যার ভিডিওতে সর্বমোট ভিউস রয়েছে ৪.৮ বিলিয়ন, যা নেহার তুলনায় খানিকটা বেশি। তবে এই গগনচুম্বী সাফল্যে উচ্ছসিত গায়িকা। উল্লেখ্য এই তালিকারই দশম স্থানে রয়েছেন প্রখ্যাত গায়িকা সেলেনা গোমস। কার্যত বুঝতেই পারছেন নেহার গান তাকে কি ভীষনমাত্রায় সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছে।
View this post on Instagram
Can’t be more thankful!!!! ♥️??? Jai Mata Di ?? Aapki Nehu ? #NehaKakkar . @youtube @youtubeindia
পুরোনো গানকে নতুন মোড়কে উপস্থাপন করতে নেহার জুরি মেলা ভার। বহু পুরোনো গান রিক্রিয়েট করে, তার রিমেক বানিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন গায়িকা। এছাড়াও নিজস্ব ক্রিয়েশনে নির্মিত তার মিউজিক ভিডিওগুলি বেশ সুপারহিট অনলাইন প্ল্যাটফর্মে। তার গানের এই বিশেষত্বই তাকে সার্বজনীন করে তুলেছে। এই সাফল্যে আনন্দিত তার ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দেশ, কালের সীমানা পেরিয়ে গায়িকা হিসেবে এশিয়া তথা গোটা বিশ্বে নেহার নাম সমাদৃত হল একথা বলাই চলে।