আজকেই রাজ্য সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শিশির অধিকারী নিজে কাঁথি সাংসদ এবং সেখানকার একজন দোর্দণ্ডপ্রতাপ নেতা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই জল্পনা উঠেছিল শিশির অধিকারী ও বিজেপিতে যোগদান করতে পারেন আর কিছুদিনের মধ্যেই। শুভেন্দু অধিকারীর পরে তার ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছিলেন। আর বাকি থাকছে শুধুমাত্র দিব্যেন্দু অধিকারি।
দিব্যেন্দু অধিকারি এখনো পর্যন্ত খাতায়-কলমে তৃণমূলের সাংসদ রয়েছেন। তবে দিব্যেন্দুর আচার-আচরণ বর্তমানে খুব একটা ভালো ঠেকছে না শাসক দলের কাছে। সূত্রের খবর, যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন আসবেন তখন দিব্যেন্দু অধিকারি তাকে হেলিপ্যাডে রিসিভ করতে যাবেন। একজন তৃণমূল সাংসদ হিসেবে বিজেপির একজন নেতাকে রিসিভ করতে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।
তবে দিব্যেন্দু অধিকারি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। দিন কয়েক আগে শিশির অধিকারীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারতে এসেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তারপর থেকেই জল্পনা উস্কে যায় শিশির অধিকারীর বিজেপি যোগের। তখন থেকেই মনে করা হচ্ছিল, খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টি তে নাম লেখাবেন শিশির অধিকারী। আর এবারে তার পুত্র দিব্যেন্দু এই জল্পনা সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিলেন ।
একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যেন্দু অধিকারি বলেছেন, অমিত শাহ কে আমি হেলিপ্যাডে রিসিভ করতে যাব। তাকে বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি প্রশ্নটিই সম্পূর্ণরূপে এড়িয়ে যাননি। আকারে-ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে তিনি ও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন। তবে আগামীকাল শুধুমাত্র বিজেপিতে যোগদান করবেন শিশির অধিকারী। রাজনৈতিক মহলের ধারণা কিছুদিনের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংশ্লিষ্ট মহলের ধারণা, শাহী সভায় না হলেও মোদির সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে চলেছেন দিব্যেন্দু অধিকারি।