এক ওভারে ছ’টি ছয়, নতুন রেকর্ড গড়ল এই ক্রিকেটার

রবিবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টার ক্রিকেটে ইতিহাসে এক ওভারে ছয়টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়লেন।নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি সুপার টুর্নামেন্টে নর্দার্ন নাইটসের বিপক্ষে ক্যানটারবেরির হয়ে ব্যাটিংয়ের সময় কার্টার এই কৃতিত্ব অর্জন…

Avatar

রবিবার নিউজিল্যান্ডের ব্যাটসম্যান লিও কার্টার ক্রিকেটে ইতিহাসে এক ওভারে ছয়টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়লেন।নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি সুপার টুর্নামেন্টে নর্দার্ন নাইটসের বিপক্ষে ক্যানটারবেরির হয়ে ব্যাটিংয়ের সময় কার্টার এই কৃতিত্ব অর্জন করেন।এই সময় বিপক্ষ দলের বোলার ছিলেন এপি ডেভিচ।

আরও পড়ুন : ভারত শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি : দেখুন ভারতের দলে কারা কারা থাকতে পারে

এর আগে ক্রিকেট ইতিহাসে এক ওভারে ৬ টি ছয় মারার রেকর্ডে নাম ছিল যুবরাজ সিং(২০০৭), রস হোয়াইটলি (২০১৭), হজরতউল্লাহ জাজাই(২০১৮) এবং এরপর এই তালিকায় নাম লেখালেন লিও কার্টার।

About Author