Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১০ হাজার টাকার কম রেঞ্জে রয়েছে একের পর এক ফোন, তালিকা থেকে বেছে নিন আপনার পছন্দের স্মার্টফোন

Updated :  Wednesday, October 18, 2023 10:32 AM

ভারতে এন্ট্রি লেভেলের স্মার্টফোন অর্থাৎ ১০ হাজার টাকার কম দামের স্মার্ট ফোন বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে। স্যামসাং, রিয়েলমি, রেডমি, মটো এবং পোকোর মতো সংস্থাগুলিও এই সেগমেন্টে প্রচুর ফোকাস করেছে। সম্প্রতি বেশ কিছু ফোনও এই দামে লঞ্চ হয়েছে। এই সেগমেন্টের স্মার্টফোনগুলিতেও এখন ভাল ক্যামেরা, বড় ব্যাটারি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য ভাল পারফরম্যান্স সহ প্রসেসর রয়েছে।

Redmi A1+ কেনা যাবে ৮,৪৪৯ টাকায়। ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্জ টাচ স্যাম্পলিং রেটের সঙ্গে আসে। ফোনটিতে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর সহ ৩ জিবি পর্যন্ত LPDDR4X RAM ও ৩২ জিবি স্টোরেজ সাপোর্ট রয়েছে।

Realme C33-তে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ইউনিসক টি৬১২ প্রসেসরের সঙ্গে ফোনটিতে রয়েছে ৪ জিবি পর্যন্ত RAM ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। রিয়েলমি সি৩৩ এর দুটি রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি লেন্স ৫০ মেগাপিক্সেল এবং দ্বিতীয় লেন্স ০.৩ মেগাপিক্সেলের।

Smartphone under 10K

POCO C51 এই ফোনটি ৭,৭৯৯ টাকায় কেনা যাবে। ফোনটিতে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এ ছাড়া এতে থাকছে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ও ৪ জিবি RAM এর সঙ্গে ৩ জিবি ভার্চুয়াল RAM ও ৬৪ জিবি স্টোরেজ।

Moto G31-তে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্জ। ১০ হাজার টাকারও কম দামে এটিকে বলা হবে সেরা ডিসপ্লের ফোন। ফোনটিতে মিডিয়াটেক প্রসেসর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটির প্রাইমারি লেন্স ৫০ মেগাপিক্সেল। মটো জি৩১-এ রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।