Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sohini Sarkar: পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে পুজোর ফ্যাশনে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী সরকার

Updated :  Saturday, September 17, 2022 2:31 PM

সোহিনী সরকার টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত ছক ভাঙা অভিনেত্রী। ছবিতে একটু অন্যধরনের চরিত্রেই শুরু থেকে দেখা দেন তিনি। বড়পর্দা হোক কিংবা ছোটপর্দা সব জায়গাতেই তার অবাধ বিচরণ। ইদানিং ওয়েব প্ল্যাটফর্মেও তার আনাগোনা বাড়ছে। থিয়েটারের মঞ্চেও কম দক্ষতা অর্জন করেননি সোহিনী। নিজের ছক ভাঙা কাজের জন্য বর্তমান প্রজন্মের কাছে সর্বদাই চর্চায় থাকেন তিনি। একজন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সাবেক সুন্দরীও বটে। সম্প্রতি নিজের সেই সৌন্দর্যের সূত্র ধরেই পুজোর আগে চর্চার আলোয় উঠে এসেছেন অভিনেত্রী।

Sohini Sarkar: পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে পুজোর ফ্যাশনে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী সরকার

এখন চারিদিকে উৎসবের আমেজ। পুজো আসছে। আর তার আগেই একেবারে সাবেকি সাজে সোশ্যাল মিডিয়ার পারদ চড়ালেন সোহিনী। কালো ঢাকাই জামদানিতে খোলা পিঠেই উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। খোলা চুলে, কাজল কালো চোখের চাহনি দিয়েই ভক্তদের মনের অন্দরে ঢুকে পড়েছেন তিনি। তার সিঁথি ভর্তি সিঁদুর, কপালের লাল টিপ যেন আগেকার জমিদার গিন্নিদের কথা মনে করিয়ে দিয়েছে সকলকে। কালো রঙে যেন শরতের আকাশে মেঘ ছড়িয়েছেন সোহিনী। আর সেই মেঘের দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া সহজ ব্যাপার নয়।

Sohini Sarkar: পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে পুজোর ফ্যাশনে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী সরকার

তবে এই সাজের সাথে বিশেষ গয়না পড়তে দেখা যায়নি তাকে। কানে বড় রূপোলী দুল ছাড়া আর কোন অলংকারের দেখা মেলেনি তার অঙ্গে। এই সাজে নিজের একাধিক ঝলক অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। আপাতত যা ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে তার ভক্তদের মাঝে। অভিনেত্রীর এই লুক রীতিমতো পাগল করে দিয়েছে নেটজনতার একাংশকে, তা অবশ্য বলার অপেক্ষা রাখছে না।

Sohini Sarkar: পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে পুজোর ফ্যাশনে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী সরকার

তবে অভিনেত্রীর এই জমিদারি সাজে লাস্যময়ী হয়ে ওঠার পিছনে রয়েছে ‘ইন্দু বাই জয়ীতা’র সংগ্রহের ঢাকাই জামদানি। অভিনেত্রীর পরনের এই শাড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। যদি পুজোর আগেই এমন শাড়ি পেতে চান তাহলে পকেট থেকে খসাতে হবে মোটা অঙ্কের টাকাও। ২২ হাজার টাকা খরচ করলেই আপনার ব্যক্তিগত সংগ্রহে চলে আসতে পারে ‘ইন্দু বাই জয়ীতা’র এই ঢাকাই জামদানি।

Sohini Sarkar: পরনে নেই ব্লাউজ, খোলা পিঠে পুজোর ফ্যাশনে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী সরকার