শুভেন্দু অধিকারীর( Suvendu Adhikari) গেরুয়া শিবিরে যোগদানের পর দিন কয়েক হল জেলায় শাসক দলের রাজ্যপাট সামলাছেন তার বাবা। এরই মাঝে থানায় ঢুকে আইসিকে শাসয়ে এলেন অখিল গিরির(Akhil Giri) ছেলে সুপ্রকাশ গিরি( Suprakash Giri)। সম্প্রতি তাকে জেলা যুব তৃণমূলের সভাপতি করেছে শাসক শিবির। এরই মাঝে থানায় ঢুকে পুলিশ আধিকারিকদের শাসনো শুরু করে দিলেন তিনি। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইটে।
ভাইরাল ভিডিও তে দেখা গিয়েছে, কাথি থানায় ঢুকে আইসি কৃষ্ণেন্দু দত্তকে ধমকাচ্ছেন রামনগরের বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ। আগের নভেম্বর নয়াগ্রাম থানা থেকে কাথি থানায় বদলিয় হয় কৃষনেন্দুবাবুর। সুপ্রকাশের অভিযোগ,”দালালি করছেন তিনি।” ভিডিও তে সুপ্রকাশকে বলতে শোনা গিয়েছে, “চারিদিকে আমাদের ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এটা আমাদের একেবারেই ভালো লাগছেনা। আর আপনাকে এই বিষয়ে কিছু বললেই হু হু করেন।” এর পর আঙুল উঁচিয়ে আইসিকে জেলা যুব তৃণমূল সভাপতি বলেন,”দালালি বন্ধ করুন আইসি সাহেব। সুষ্ঠুভাবে কাজ করুন।” জেলার রাজনীতিতে আধিকারীদের বিরোধী শিবির বলেই পরিচিত অখিল গিরিরা।
অধিকারীদের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে তাদের গুরুত্ব বেড়েছে। জানুয়ারিতে অধিকারী অনুগামীকে সরিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি করা হয় সুপ্রকাশকে। তার পরই এই কাণ্ড। ঘটনা প্রকাশ্যে চলে আসায় অনেকটাই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক শিবির। এই বিষয়ে মুখ খুলতে চাননি দলের কোনও নেতা।