ক্লিভেজ কুইন সোনম কাপুর, একাধিকবার অন্তর্বাসে ক্যামেরাবন্দী হয়ে তুমুল ভাইরাল হয়েছেন অভিনেত্রী

ওয়ার্ড্রোব ম্যালফাংশন ঘটনাটি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকের কাছেই সাধারণ হয়েও অসাধারণ ব্যাপার। তবে অভিনেত্রী সোনম কাপুর (sonam kapoor) অধিকাংশ সময়েই ওয়ার্ড্রোব ম্যালফাংশন-এর শিকার হন। একটি পার্টিতে একবার তাঁর কালো গাউনের ফাঁক…

Avatar

ওয়ার্ড্রোব ম্যালফাংশন ঘটনাটি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকের কাছেই সাধারণ হয়েও অসাধারণ ব্যাপার। তবে অভিনেত্রী সোনম কাপুর (sonam kapoor) অধিকাংশ সময়েই ওয়ার্ড্রোব ম্যালফাংশন-এর শিকার হন। একটি পার্টিতে একবার তাঁর কালো গাউনের ফাঁক দিয়ে তাঁর স্তনের বেশ কিছুটা অংশ দৃশ্যমান হয়। সোনম এই বিষয়ে অস্বস্তি বোধ করলেও তাঁর পার্টি থেকে বেরিয়ে আসার  উপায় ছিল না। এছাড়াও একটি ভ্লগের জন্য মেকআপ করার সময় ক্যামেরার সামনেই সোনমের অন্তর্বাস নিয়ে সমস্যা শুরু হয়েছিল। সোনম কোমরের কাছে অন্তর্বাসের স্ট্র্যাপ ধরে সেযাত্রা রক্ষা পেয়েছিলেন।

ক্লিভেজ কুইন সোনম কাপুর, একাধিকবার অন্তর্বাসে ক্যামেরাবন্দী হয়ে তুমুল ভাইরাল হয়েছেন অভিনেত্রী

‘ইন্ডিয়া টুডে’ ও ‘কসমোপলিট‍্যান’-এর যৌথ উদ্যোগে আয়োজিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুশিয়া পিঙ্ক রঙ ও ভায়োলেট রঙের মিশেলের একটি গাউন পরে গিয়েছিলেন তিনি। তাঁর কাঁধের একপাশে ফেলা ছিল তাঁর লম্বা চুল।  সোনম মিডিয়ার ক্যামেরার সামনে পোজ দেওয়ার পর যখন পিছনে ফেরেন, তখন ক্যামেরাবন্দি হয় তাঁর গাউনের উপর থেকে বেরিয়ে থাকা স্ট্র্যাপলেস ব্রা। কালো রঙের প্লাঞ্জড নেক পোশাকে তাঁর সিলিকন ব্রা নিয়ে সমস্যা হয়েছিল।  তবে সোনম কোনওরকম অস্বস্তি ক্যামেরার সামনে প্রকাশ না করে পোশাকটি সুন্দরভাবে ক্যারি করেছিলেন।

ক্লিভেজ কুইন সোনম কাপুর, একাধিকবার অন্তর্বাসে ক্যামেরাবন্দী হয়ে তুমুল ভাইরাল হয়েছেন অভিনেত্রী

এই মুহূর্তে সোনম ব্যস্ত রয়েছেন তাঁর আপকামিং থ্রিলার ফিল্ম ‘ব্লাইন্ড’-এর শুটিং করতে। ‘ব্লাইন্ড’-এর শুটিং চলছে স্কটল্যান্ডের  গ্লাসগো শহরে। ফিল্মটি পরিচালনা করছেন সোম মাখিজা ( shome Makhija)। এর আগে সোনমকে দেখা গিয়েছিল ‘দি জোয়া ফ্যাক্টর’ ফিল্মে।  কিন্তু ফিল্মটি বক্স অফিসে সফল হয়নি।