বলিউডবিনোদন

মুম্বাইয়ে আটক ১৭৩ জন পরিযায়ী শ্রমিক, বিশেষ বিমানে বাড়ি পাঠালেন সোনু সুদ

Advertisement

বর্তমানে পরিযায়ী শ্রমিকদের কাছে ভরসার আরেক নাম সোনু সুদ। দিনের পর দিন ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে যে উদ্যোগ এই অভিনেতা নিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। একে একে পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানোর সংখ্যা বেড়েই চলেছে। মুম্বাইয়ে আটক ১৭৩ জন পরিযায়ী শ্রমিক, বিশেষ বিমানে পাঠালেন সোনু সুদ

শুক্রবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৭৩ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার দ্য এয়ারবাস এ৩২০ রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে, এমনটাই সংবাদসংস্থাকে জানিয়েছেন এয়ার এশিয়ার মুখপাত্র। এরপর বিকেল ৪:৪০ নাগাদ বিমানটি জলি গ্র্যান্ট বিমানবন্দরে নামে।

এরপর বলিউড অভিনেতা সোনু সুদ জানিয়েছেন, “এই পরিযায়ী শ্রমিকেরা কোনোদিন বিমানে যাতায়াতের সুযোগ পাননি। তাই তাঁদের মুখের হাসি দেখে আমি তৃপ্ত হয়েছি। আগামী দিনে আরও পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে চেষ্টা করব।” গত সপ্তাহে সোনু ১৬৭ জন মহিলা দর্জিকে কেরল এর্নাকুলাম থেকে ওড়িশায় পৌঁছে দেন বিমানের মাধ্যমে। যেসব রুটে কেন্দ্র সরকার ট্রেনের ব্যবস্থা করতে পারেনি বা রুট অনেক দীর্ঘ হওয়ায় বাস চলাচল করা সম্ভব নয় সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের বিমানে করে ফেরানোর পথ বেছে নিয়েছেন সোনু সুদ।

Related Articles

Back to top button