Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sony Xperia 1 VII: প্রিমিয়াম লুকে কাঁপাতে আসছে সনি Xperia 1 VII, টেক দুনিয়ায় শুরু জল্পনা, জানুন ফোনের দাম

Updated :  Sunday, August 24, 2025 7:36 PM
Sony Xperia 1 VII

টেক দুনিয়ায় ফের চর্চায় সনি। এক ধাক্কায় বাজারে হাজির হচ্ছে তাদের নতুন প্রিমিয়াম স্মার্টফোন Sony Xperia 1 VII। ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এই ফোনকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন শুরু হয়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। লুকস থেকে শুরু করে ফিচার্স – সব দিক থেকেই এটি হাই-এন্ড স্মার্টফোনের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে চলেছে।

শক্তিশালী পারফরম্যান্স

এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, যা 4.32 GHz অক্টা-কোর কনফিগারেশনে চলবে। সঙ্গে থাকছে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। একাধিক অ্যাপ একসঙ্গে চালানো হোক কিংবা হেভি গেমিং—সব ক্ষেত্রেই স্পিড এবং স্মুথনেসে ভরসা দেবে ডিভাইসটি। অতিরিক্ত জায়গার জন্য রয়েছে হাইব্রিড মেমোরি কার্ড স্লট।

দুর্দান্ত ডিসপ্লে ও ব্যাটারি

Sony Xperia 1 VII-তে রয়েছে 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল। 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেট ব্যবহারকারীদের ভিউয়িং এক্সপেরিয়েন্সকে করবে আরও ঝকঝকে। স্ক্র্যাচ ও হালকা পড়ে যাওয়া থেকে রক্ষা করতে থাকছে Corning Gorilla Glass Victus 2। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি, যা 30W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সিস্টেমে নজরকাড়া চমক

ফোনটির মূল আকর্ষণ ক্যামেরা। এখানে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ – 48MP + 48MP + 12MP। সঙ্গে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) থাকায় ছবি ও ভিডিওতে মিলবে স্থিরতা। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি একটি বড় সুবিধা, কারণ এতে 4K ভিডিও 60fps-এ শ্যুট করা সম্ভব। সেলফি ও ভিডিও কলে ব্যবহারযোগ্য 12MP ফ্রন্ট ক্যামেরাও সমান শক্তিশালী।

প্রিমিয়াম দামে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা

ভারতীয় বাজারে Sony Xperia 1 VII এর দাম নির্ধারণ করা হয়েছে 1,40,990। নিঃসন্দেহে এটি একটি আল্ট্রা-প্রীমিয়াম সেগমেন্টের স্মার্টফোন। যাঁরা স্টাইল, পারফরম্যান্স এবং ফিচার্সে আপস করতে চান না, তাঁদের জন্য এই ফোন হতে পারে সেরা পছন্দ। তবে দাম কিছুটা বেশি হওয়ায় এটি মূলত বিশেষ শ্রেণির ক্রেতাদের জন্য তৈরি বলে মনে করা হচ্ছে।

স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, উন্নত ক্যামেরা সিস্টেম এবং ঝকঝকে OLED ডিসপ্লের সমন্বয়ে Sony Xperia 1 VII নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়ায় বড় নাম হতে চলেছে। যদিও দাম অনেকের নাগালের বাইরে, সনি ফ্যানদের কাছে এটি নিঃসন্দেহে ‘ড্রিম ফোন’।