পদ্ম ফুল ফোটা শুরু করে দিলো কাঁথির অধিকারী পরিবারে। আগেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) যোগদান করেছিলেন বিজেপিতে। এবারে তাঁর হাত ধরেই আজকের সভা থেকে বিজেপিতে যোগদান করবেন আনুষ্ঠানিকভাবে তার ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary)। এদিন নন্দীগ্রামের সোনাচূড়ার সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে এ কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীকে অপসারণ করে শাসক দল। আর সেই অপসারণের পরেই এবারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন সৌমেন্দু অধিকারী।
শুক্রবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আর সেই দিন নন্দীগ্রামের সোনাচূড়া তে সভা করলেন শুভেন্দু অধিকারী। দিন কয়েক আগে নন্দীগ্রাম টাউন ক্লাবের বজরংবলী পূজাতে যাবার সময় বেশ কয়েকজন শুভেন্দু অনুগামী উপরে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। এদিন সোনাচূড়ার সভা থেকে সেই অনুগামীদের সঙ্গে কথা বললেন শুভেন্দু। তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন তিনি।
এদিনের সভায় শুভেন্দু বললেন,”আমি এখান থেকে কাঁথি সভায় যাব। কাঁথিতে তৃণমূলটাকে ঝেঁটিয়ে পরিষ্কার করতে হবে। আজ বিজেপিতে যোগ দেবে আমার ছোটভাই সৌমেন্দু সহ আরো ১৫ – ১৬ জন কাউন্সিলর। তার সঙ্গে আরো ৫ হাজার মানুষ যোগ দেবেন আজকে।”
শুভেন্দু অধিকারী এদিন বললেন, আগামী বিধানসভা নির্বাচনে কাঁথিতে তৃণমূলের অত্যন্ত খারাপ পরিস্থিতি হতে চলেছে। তিনি আরো বললেন,”গত লোকসভা ভোটে কাঁথি দক্ষিনে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য ছিল মাত্র ১৯ হাজার। আর তার মধ্যে থেকে যদি ৫,০০০ জন বিজেপিতে যোগদান করে এবং তাদের বাড়িতে যদি ৪জন করে ভোটার থাকে তাহলে আজকেই তৃণমূলের ২০,০০০ ভোট কমে গেল।”