নিউজপলিটিক্সরাজ্য

‘মানুষের জন্য কাজ করতে চাইলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে আসুন’, সরাসরি শুভেন্দুকে আহ্বান সৌমিত্রর

Advertisement

শনিবার নন্দীগ্রাম এবং মেদিনীপুরে দুটি জনসভায় প্রকাশ্যে বিদ্রোহের সুর শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর কণ্ঠে। তিনি আলাদা করে একের পর এক বিজয়া সম্মিলনী করেছেন। এরই মাঝে ঘোর জল্পনা চলছে তার পুরুলিয়া বিজয়া সম্মেলনকে ঘিরে। কিছুদিন আগে সেই আমন্ত্রণ পত্রেই দেখা গিয়েছিল গেরুয়া রঙ। এমন অবস্থায় রবিবার মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি বিজেপিতে যোগ দিতে আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

রবিবার সকালে বিষ্ণুপুরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননের সাথে তিনি গিয়েছিলেন ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে। পুজোর শেষেই তাঁর মুখে শোনা গেল এমন কথা। পুজো শেষ করে উঠে মন্ত্রী বলেন যে তিনি ভগবানের কাছে বাংলার উন্নয়নের বিষয়ে প্রার্থনা করেছেন। তিনি আরও বলেন,” বাংলার উন্নয়ন চাইলে সবাই বিজেপিতে যোগ দিন। শুভেন্দুবাবুকে বলতে চাই, মানুষের জন্য যদি কাজ করতেই চান, তবে পিসি ভাইপোর তৃনমূল ছেড়ে বিজেপি তে আসুন। দ্রুত সিদ্ধান্ত নিন।”

ইতিমধ্যেই সভাগুলিতে বেশ বিদ্রোহী ভূমিকায় দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তবে তিনি তৃণমূল ছাড়বেন নাকি তা এখনও স্পষ্ট নয়। ফলে তৃণমূলের এই নেতাকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে যে দলের সঙ্গে অনেকটাই দূরত্ব বেড়েছে শুভেন্দুর। দলীয় সভাতেও এখন খুব একটা দেখা যায়না তাঁকে।
তবে জল্পনাকে একদিকে রেখে ৭ই নভেম্বর পুরুলিয়াতে বিজয়া অনুষ্ঠান করতে চলেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিজয়ার আমন্ত্রণ পত্রে দেখা গিয়েছে গেরুয়া রঙও। এর সাথে ছবিতে আবার তাঁর মাথায় দেখা গিয়েছে রাজস্থানি স্টাইলে পাগড়ি। তবে এর মাঝে কোথাও দেখা যায়নি তৃণমূল শব্দটিকে। ফলে গোটা বিষয়টিকে ঘিরে এখন বেশ উত্তপ্ত রাজনৈতিক মহল। তবে দল পরিবর্তনের বিষয়ে মন্ত্রী এখনও নিজে কিছুই বলেননি।

Related Articles

Back to top button