Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রসূন বন্দ্যোপাধ্যায় যোগ দিতে চলেছেন বিজেপিতে, বক্তব্য সৌমিত্র খাঁয়ের

Updated :  Wednesday, January 13, 2021 10:47 PM

সবাই শুভেন্দুর হাত ধরে বিজেপির শাহী পতাকা তুলতে দেখা গিয়েছিল বর্ধমান পূর্বের সংসদ সুনীল মণ্ডলকে (Sunil Mondal)। তখনই বিভিন্ন জল্পনা উঠেছিল নেতাদের নিয়ে অনেকেই ভেবেছিলেন হাওড়া অর্থাৎ বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সদ্য বিধায়ক পদ ত্যাগী লক্ষ্মীরতন শুক্লা(Laxmi Ratan Sukla) পরিবর্তন করতে পারেন দল। সেই কারণেই জল্পনা উঠেছিল আরও তুঙ্গে। এরই মাঝে বিজেপির যোগদান মেলায় এসে কার্যত বোমা ফাটাতে দেখা গেল বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় এবং অর্জুন সিংদের সামনেই সৌমিত্র খাঁ ঘোষণা করেন,”গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এইদিন সৌমিত্র(Soumitra Kha) বলেন,”একজন ক্রিকেটার আগেই চলে এসেছেন, এইবার আসবেন একজন ফুটবলারও। বিজেপিতে আসবেন চলে।” তখন অর্জুন পুরষ্কার প্রাপক প্রসূন (Prasun Banerjee)নেতার নাম করে তিনি বলেন,”ফুটবলারও আসবেন বিজেপিতে।”

সৌমিত্রের এই বিস্ফোরক মন্তব্যের পর প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Banerjee) বলেন,”এটা কোনও কথা? আমার একটা নীতি আছে। হাওড়ার মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছে। এইবার সাংসদের মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। যা হল ৪৭%। এগুলো কেবল বালখিল্যতা ছাড়া কিছু নয়।” সৌমিত্রের বক্তব্য শুনে হাসতে হাসতে তিনি আরও বলেন,”আমি মমতাকে ভালোবাসি, শ্রদ্ধা করি তাকে। যে যুদ্ধ উনি করেছেন তখন তার সাথে আমি ছিলাম। উড়ে আসিনি। হাওড়ার মানুষ আমায় তিনবার জিতিয়েছে। তারা কি ভাববেন।”

শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) দল পরিবর্তন করে গেরুয়া শিবিরে যাওয়ার ঘটনাকে কীভাবে দেখছেন প্রসূন বাবু। সেই বিষয়ে তিনি বলেন,”আমি শুভেন্দুকে ভীষণ ভালবাসতাম। ওঁর বাবাও মাঠে আসত। আমার খারাপ লেগেছে। শুভেন্দুর মনখারাপ, অভিমান অবশ্যই হতে পারে। একটা পরিবারে বাবা-মা সব ছেলেকে সবসময় সমানভাবে দেখতে পারে না। এই দুঃসময়টা যদি তিনি জড়িয়ে ধরে থাকতেন, তাহলে বোধহয় বেশি ভাল হত। আরও সুন্দর হত।”